নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে ইভটিজিং এর প্রতিবাদ করায় একই পরিবারের ৩ জনকে বেধরক পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে বখাটেরা। চরমোনাই ইউনিয়নের ২ নং ওয়ার্ড প্রবাসী জাকির হোসেনের ঘরে দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করেন একদল সন্ত্রাসী এবং তারা বসতঘর ভাঙচুর করে ও হামলা চালায়।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার থেকে জানা যায়, জাকির হোসেন দীর্ঘদিন যাবত প্রবাসে থাকেন। তার পরিবার ঈছা ঘুরায় নিজ বাড়িতে থাকেন। তার মেয়ে দশম শ্রেণী পড়ুয়া মিম বুখাইনগর স্কুলের ছাত্রী।
সে কারনে সন্ত্রাসী জিহাদ হোসেনের বাড়ির সামনে থেকে স্কুলে যাতায়াত করতো সেই সুবাদে অনেকদিন যাবৎ মিমকে জিহাদ প্রেম নিবেদন সহ বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিল । আর এ প্রস্তাবে মিম রাজি না হলে ছবি তুলে ফেসবুকে দেওয়ার হুমকি দেয়।
এই ঘটনা মিম তার বড় ভাই রাসেল ও মাকে জানালে মিমের বড় ভাই উক্ত ঘটনার কথা জিহাদের বাবাকে জানালে সে দেখবে বলে জানায়। এতে সন্ত্রাসী জিহাদ ক্ষিপ্ত হয়ে কিছুদিন পরে রাসেলের কাছে জানতে চাইলে উভয় পক্ষের সাথে কথার কাটাকাটি হয় এর এক পর্যায়ে জিহাদ রাসেলকে দেখে নেয়ার হুমকি দেয়।
তারই জের ধরে গত ১২ নভেম্বর সন্ধ্যার পূর্ব মুহূর্তে পরিকল্পিত ভাবে জিহাদ সহ ১০/১২জন সন্ত্রাসী রাসেলে ঘরে প্রবেশ করে রাসেল কে কুপিয়ে জখম করে ও তার আত্মীয় ইমরান হোসেন কে লোহার রড দিয়ে পিটিয়ে হাত ভেঙ্গে দেয় এবং ঘরে থাকা নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকাসহ মিম এর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। তখন রাসেলের মা এর প্রতিবাদ করলে তাকে ও কিল-ঘুসি মেরে গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে যায় । প্রতিবেশীরা এসে আহতদের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ।
এ ঘটনায় রাসেলের মা বরিশাল কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ বলেন তদন্ত করে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
Leave a Reply