আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। ফিরেই নিজের পুরোনো চেয়ারে বসেছেন, তিনি যে বিশ্বসেরা, গত এক বছর না খেলেও তা প্রমাণ করেছেন। যেকোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতেও কোনো কাটতি নেই টাইগার যুবরাজের। কিন্তু বাধ সাধলো ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নৈতিক পুলিশ বিভাগ।
সাকিবকে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের একটি দল নিতে আগ্রহ দেখালেও সিএ পুলিশের আপত্তির কারণে তা ভেস্তে গেছে। অর্থাৎ, এবার বিগ ব্যাশ খেলতে পারছেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে বলা হয়েছে, যদি কোনো খেলোয়াড় অনৈতিক কর্মকাণ্ডের কারণে শাস্তি পেয়ে থাকেন, সিএর নৈতিক পুলিশ বিভাগ সাধারণত তাদের কোনো ক্ষেত্রে অনুমতি দেয় না। সাকিব সম্প্রতি অনৈতিকতার দায়ে একবছর ক্রিকেটর বাইরে ছিলেন, যে কারণে তার বিগ ব্যাশে খেলা হচ্ছে ‘না’।
এর আগে বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডস ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগেই বিশ্বসেরা অলরাউন্ডারের প্রতি আপত্তি তুলল সিএ নৈতিক পুলিশ।
Leave a Reply