নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ঢাকা-বরিশাল নৌ রুটের এমভি সুন্দরবন-১১ লঞ্চে খুন হওয়া যুবকের পরিচয় খুঁজে পেয়েছে পুলিশ। শামীম সরদার (২২) নামের ওই যুবক ঝালকাঠির নলছিটি উপজেলার কুকিলা গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে। সে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে। সকালে তার মামা নয়, শামীমের পরিচয় সকান্ত করেন। বরিশাল সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘পরিবারের ভাষ্য মতে ওই যুবক সোমবার একাই ঢাকা থেকে এমভি সুন্দরবন-১১ লঞ্চে বরিশালের উদ্দেশ্যে রওয়া হয়। এরপর লঞ্চটি ভোর সাড়ে ৩টার দিকে বরিশাল নদী এসে নোঙর করে। যাত্রীরা নেমে যবার পরে ঝাড়া-মোছা করতে গিয়ে ভোর ছয়টার দিকে লঞ্চ স্টাফরা ছাদের ওপর মৃতদেহ পড়ে থাকতে দেখে নৌ থানায় খবর দেয়। ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নিহত যুবকের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তার পেটে ও বুকে একাধিক ছুরির আঘাত রয়েছে। উপর্যপরি ছুরিকাঘাতের কারণে তার পেটের ভূঁড়ি বেড়িয়ে গেছে। তিনি বলেন, ‘এটি যে হত্যাকান্ড সেটা নিশ্চিত। তবে কারণে এবং কারা এই হত্যাকান্ড সংঘটিত করেছে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।
Leave a Reply