আমতলী প্রতিনিধি ॥ আমতলী উপজেলার কালিবাড়ী গ্রামের এক সাংবাদিকের জমির গাছ কেটে ফেলেছে শহীদ ফকিরের নেতৃত্বে একদল দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোররাতে এ গাছ কাটা হয়। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল থেকে কাটা গাছ জব্দ করেছে। এ ঘটনার আমতলী থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। জানাগেছে, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার আমতলী প্রতিনিধি পরিতোষ কুমার কর্মকার ২০০২ সালে চাওড়া মৌজায় ৩২২ নং খতিয়াতে ১৬৫১সহ ৫ টি দাগে ৪ শতাংশ জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর থেকে ওই জমিতে তিনি চাম্বল, মেহগনি, আকাশমনি ও রেইন্ট্রিসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন। বৃহস্পতিবার ভোররাতে ওই জমির ১০ টি গাছ শহীদ ফকির ও তার লোকজন কেটে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০ টি গাছ জব্দ করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে শহীদ ফকির ও তার লোকজন পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিন দুপুরে আমতলী থানায় শহীদ ফকিরের নামে জিডি করা হয়েছে। জমির মালিক পরিতোষ কর্মকার বলেন, আমার জমির ১০ টি গাছ শহীদ ফকির ও তার লোকজন জোরপূর্বক কেটে ফেলেছে। আমি এ ঘটনায় বিচার চাই। শহীদ ফকির গাছ কাটার কথা স্বীকার করে বলেন, ওই জমি আমার পৈত্রিক সম্পত্তি তাই গাছ কেটেছি। আমতলী থানার ওসি মো.শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে গাছ জব্দ করা হয়েছে। তিনি আরো বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
Leave a Reply