নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার চর কাউয়া ইউনিয়নের দিনারের পুল এলাকার ব্যবসায়ী মামুন হামলার শিকার হয়েছেন। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০ টার দিকে বাকেরগঞ্জ উপজেলার নলছিঠী ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা লিগ্যাল এইড অফিসের ভিতরে এই ঘটনা ঘটে। হামলার শিকার মামুন অভিযোগ করেন, আমি বিগত নয় বছর ধরে দেশের বাহিরে থাকি। দেশে আসার পরে আমার স্ত্রীর সাথে টাকা নিয়ে পারিবারিক ঝামেলা সৃষ্টি হয়। এক পর্যায়ে আমি বিদেশ থাকা কালিন যে টাকা বাড়িতে দিয়েছি সেই টাকার হিসাব চাইতে গিয়ে আমার স্ত্রীর সাথে কথার কাটাকাটি হয়। তার জের ধরে সে এই নয় মাস পর্যন্ত তার বাবার বাড়িতে থাকে, আমার দেড় বছরের এক ছলে সন্তান আছে। আমি কয়েকবার তাদের বাড়িতে গিয়ে ফেরত চলে আসছি। আমার স্ত্রীর আমার সাথে আসেনি, এমনকি আমার সন্তানকে আমার কাছে দেয়নি। এই নিয়ে আমি ৪ মাস ধরে আর খোঁজখবর নেইনি। আমি ভেবেছি সে একাএকি চলে আসবে। কিন্তু তাহা না করে নলছিঠী ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়ত লিগ্যাল এইডে আমার বিরুদ্ধে অভিযোগ দেয়। আমার নামে নৌটিশ আসে ১৭/১১/২০২০ তারিখে আমাকে ওই অফিসে যাওয়ার জন্য বলে। আমি তাদের ১৬ তারিখ নৌটিশ পেয়ে পরেরদিন একাই তাদের অফিসে যাই। অফিসে গিয়ে কর্মকর্তা নাছিমা আক্তারের সাথে কথা বলি আপা আপনি আমাকে আসতে নৌটিশ দিয়েছেন সেই লোক আমি মামুন। এই কথা বলার সাথে সাথেই কয়েকজন লোক এসে আমাকে এলোপাথাড়ি মারতে থাকে এমনকি অফিস থেকে টেনে বাহিরে বেড় করে লাঠি দিয়ে মারতে থাকে। আমি ওই ব্র্যাক কর্মকর্তাকে বারাবার ঢাকাঢাকি করিতে করিতে অনেক সময়ের পরে বাহিরে বের হয়ে আমাকে তার অফিসে নিয়ে কিছুক্ষণ পরে বাড়িতে চলে যেতে বলে। ঘটনাস্থানে অনেক লোক জড়ো হয় তখন আমি শুনি যে লোকটায় আমাকে মারে খোকন ছাড় ওকে বারাবার বলে তাকে ঢাকে তখন আমি জানতে পারি তার নাম খোকন। কে এই খোকন? ওই এলাকার মৃতঃ ছোমেদ হাওলাদারের ছেলে খোকন। এলাকাবাসীর কাছ থেকে জানাযায়, খোকন ওই এলাকায় ঝারা টাকা বেশি দেয় তাদের পক্ষ হয়ে শালিসি করে। তার কোন চাকুরী নেই সে ওই শালিসি করে যে টাকা পায় তা দিয়ে কিছু সন্ত্রাসী পালে বাকিটা দিয়ে সংসার চলে। নাম গোপনে অনেকে বলেন, খোকন টাকা পেলে অন্যায়কে ন্যায় পরিণত করে। তাতে যদি মাড়তে হয় তার সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালায়। তারা আরো বলেন, খোকনের বাড়ির দরজায় ব্র্যাক অফিস সেখানেতো জোড় খাটাবে এটা স্বাভাবিক।
ভুক্তভোগী এ ঘটনার জন্য নলছিঠী ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়ক লিগ্যাল এইডের কর্মকর্তাকে দোষারোপ করছেন। তবে বিষয়টি অস্বীকার করেছেন ব্র্যাক লিগ্যাল এইড কর্মকর্তা।
মামুনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে নলছিঠী ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা লিগ্যাল এইড এর অফিস কর্মকর্তা নাছিমা আক্তার বলেন, সেবা নিতে আসা মামুনের ওপর হামলা হয়েছে সত্যে। তবে আমিও বুজতে পারিনি এমন এমন ঘটনা আমার অফিসে বসে ঘটবে। তিনি বলেন, যাঁহারা হামলা করেছে তারা আসলে মানুষ রুপের অমানুষ। হামলাকারী খোকন সহ তার ভাতিজারা এমন ঘটনা অনেক ঘটিয়েছে বিপদে তো পরেনি এক বার পরিলে তখন বুঝবে। তাদের বাড়ির সামনে অফিস হওয়ায় আমরা কিছু বলতে পারিনা। তবে আল্লাহ বিচার ঠিকই করবেন। কথায় কথায় মানুষের ঘায়ে হাত দেয় এক দিন ঘাটেঘাটে মানুষের হাতের মার খাবে। তবে এমন হামলাকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কি না। জানতে চাইলে তিনি বলেন, আমরা তাদের বাড়ির সামনে থাকি তাই অনেক কিছু পেড়েও করিনা। তবে বিষয়টি আমি উপরস্থ কর্মকর্তাকে জানিয়ে রেখেছে। আর তাদের অভিযোগটি আমরা ফরোয়ার্ড করে দিয়েছি। আমরা আর চালাবো না।
Leave a Reply