ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের চৌপালা বাজারে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধে প্রতিপক্ষের লোহার রডের আঘাতে গুরুত্বর আহত হালিম লস্কর (৪০)। গত ১৬/১১/২০২০ইং তারিখ সোমবার সন্ধ্যা পণে ৬টার দিকে চৌপালা বাজারে আসাদ লস্কর ও মিলু লস্কর এ ঘটনা ঘটিয়েছে। গুরুত্বর আহত হালিম লস্কর সদর উপজেলার লাটিমসার গ্রামের লস্কর বাড়ির ছেলে ও ধান ও চালের ব্যবসায়ী। এ ঘটনায় হালিমের স্ত্রী মাহিনুর বেগম বাদী হয়ে দুইজনকে আসামি করে ঝালকাঠি সদর থানায় মামলা নং ১৬ তারিখ ১৭/১১/২০২০ইং দায়ের করেছে।
এজাহার সূত্রে জানাজায়, তার স্বামী হালিম লস্করের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বহুদিন দেখে প্রতিবেশী আসাদ লস্কর ও মিলু লস্করের সাথে বিরোধ চলছিল। ঐ দিন বিকালে হালিম লস্কর জমি ক্রয়ের জন্য তার ঘরে রক্ষিত একলক্ষ নয় হাজার টাকা (১,০৯০০০ টাকা/-) নিয়ে ঝালকাঠি জনৈক মঞ্জু সাহেব কে দেওয়ার জন্য রওয়ানা হয়ে চৌপালা বাজারের মো.জামাল কাজীর চায়ের দোকানের সামনে রাস্তার উপর পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আসাদ লস্কর ও মিলু লস্কররা আমার স্বামীকে একা পাইয়ে বে-আইনি জনতাবদ্ধে একত্রিত হয়ে তাদের হাতে থাকা লোহার রড ও লাঠি নিয়ে তাহার পথ রোধ করে। হালিম লস্কর তাদের জিজ্ঞাসা করে কেন তাহার পথ রোধ করা হয়েছে। কথা বলার সাথে সাথে আসাদ লস্কর তাহার হাতে থাকা লোহার রড দিয়ে হালিমের মাথায় পিটান মারে উক্ত পিটান তাহার মাথায় লাগিয়া মাথা ফাটিয়া রক্ত ঝরতে থাকে। অন্য বিবাদীরা এলোপাথাড়ি মারতে থাকে এসময় আমার স্বামীর পকেটে থাকা একলক্ষ নয় হাজার টাকা (১,০৯০০০ টাকা/-) ছিনিয়ে নিয়ে যায়। আমার স্বামীর ডাকচিৎকারে উল্লেখিত স্বাক্ষীরাসহ আশপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীরা আমার স্বামীকে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। এরপর স্থানীয়রা দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রিফার করে। উক্ত ঘটনা শুনে সাথে সাথে আমি হাসপাতালে গিয়ে আমার স্বামীর সাথে কথা বলি ও ঘটনা জানতে পারি। স্বামীর চিকিৎসায় রেখে ও আত্মিয় স্বজনদের সাথে আলাপ আলোচনা করে মামলা দায়ের করি। বর্তমানে আমরা আসামিদের ভয়ে বাড়িতে রাত্রি যাপন করতে পারছিনা। প্রতিনিয়ত তারা হুমকি দিয়ে যাচ্ছে মামলা তুলে নেওয়া না হলে আমাদের মেরে ফেলা হবে। বর্তমানে আমাদের জানমালে নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো. খলিলুর রহমান জানান,এঘটনায় মামলা রেকর্ড হয়েছে এবং আসামিদের আটকের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।
Leave a Reply