নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলা পরিষদের কৃষি অফিস কতৃক আয়োজিত আজ সকাল ১১.০০ টায় কৃষি পুর্নবাসন কর্মসূচি রবি ২০২০-২১ এর আওতায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয় ক্ষতি পুষিয়ে নিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ও চাষিদের মাঝে বিনা মূল্যে হাইব্রিড বোরো ধান,ভুট্টা, গম,সরিষা,চিনাবাদাম, সূর্যমুখী,মসুর ডাল,খেসারী ডাল, টমেটো,শীতকালীন ও গ্রিস্মকালীন সবজি,চিয়াজ ও মরিচ ফসলের বীজ এবং রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা পরিষদের সন্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মুনিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব এ্যাড. মাহবুবুর রহমান মধু ও মহিলা ভাইস চেয়ারম্যান জনাব রেহেনা বেগম। সভায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন বরিশাল সদর উপজেলা কৃষি অফিসার জনাব ফাহিমা হক।
উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারন কৃষকদের উদ্দেশ্য বক্তব্য প্রদান করেন জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোস্তাক আলম চৌধুরী, টুংঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বাহাউদ্দীন আহম্মেদ, বরিশাল জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ আনসার আলী সহ প্রমুখ। পরে সাধারণ কৃষকদের মাঝে বিনা মূল্যে হাইব্রিড বোরো ধান,ভুট্টা, গম,সরিষা,চিনাবাদাম, সূর্যমুখী,মসুর ডাল,খেসারী ডাল, টমেটো,শীতকালীন ও গ্রিস্মকালীন সবজি,চিয়াজ ও মরিচ ফসলের বীচ এবং রাসায়নিক সার বিতরণ করেন বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু।
Leave a Reply