ভান্ডারিয়া প্রতিনিধি ॥ ”পুুরুষই পারে নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে” প্রতিপাদ্যের আলোকে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রাম- কর্ম এলাকায় সচেতনতা বৃদ্ধির আলোকে কেক কেটে ১৬ দিন ব্যাপি কর্মসূচি শুভ উদ্ভোধন করেন ভান্ডারিয়া উপজেলার নির্বাহী অফিসার মোঃ নাজমুন আনাম। বে-সরকারি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া শাখার এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জন পল ডি রোজারিও সভাপতিত্বে বক্তব্য রাখেন ভান্ডারিয়া প্রেসক্লাব সম্পাদক মো: শফিকুল ইসলাম মিলন, প্রোগ্রাম অফিসার- শিউলি কস্তা, মানিক হালদার, স্টিফেন স্বপন হালদার, শিশু সুরক্ষা কর্মকর্তা, স্বপন ফলিয়া এবং এলিনা বৈদ্য (এস এস ও)।
অনুষ্ঠান শেষে ভান্ডারিয়া উপজেলা থেকে আর্ন্তিিতক শিশু শান্তি পুরস্কারে অংশগ্রহনকারী শিশু সুরক্ষায় অবদান রাখার জন্য সার্টিফিকেট প্রাপ্Í শিশু ফোরামের শিশু কাজল রায় ও সুদিপ্ত সিকদারের হাতে সম্মাননা সর্টিফিকেট তুলে দেয় প্রধান অতিথি। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিন ব্যাপি এরই ধারাবাহিকতায় কর্ম এলাকায় গ্রাম উন্নয়ন কমিটি ও শিশু ফোরামের আয়োজনে গণ স্বাক্ষরতা ও সচেতনতা বৃদ্ধির মূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
Leave a Reply