নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নিয়ম কার্যকর করতে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাস্ক বিহীন ৩৯ জনকে ৫ হাজার ৭শ’ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা এবং আতাউর রাব্বীর নেতৃত্বে পরিচালিত অভিযানের সময় আর্থিক দন্ডপ্রাপ্তদের মধ্যে মাস্ক বিতরণ এবং বিভিন্ন দোকানে জেলা প্রশাসনের সতর্কতামূলক লিফলেট ও ফেস্টুন দেয়া হয়।
মো. আলী সুজার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত নগরীর বটতলা, চৌমাথা এবং নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় মাস্কবিহীন ৩৩ জনকে ৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন তিনি। অপরদিকে আতাউর রাব্বীর ভ্রাম্যমাণ আদালত নগরীর বাংলাবাজার এবং পুলিশ লাইন এলাকায় অভিযান চালিয়ে মাস্কবিহীন ৬ জনকে ১ হাজার ২শ’ টাকা জরিমানা করেন। এ সময় পৃথক ভ্রাম্যমাণ আদালত আর্থিক দন্ডপ্রাপ্তদের মাঝে মাস্ক বিতরণ করেন। একই সাথে বিভিন্ন দোকানে এবং বাস কাউন্টারে ‘নো মাস্ক, নো সার্ভিস’ লেখা জেলা প্রশাসনের লিফলেট ও ফেস্টুন সাটিয়ে দেয় ভ্রাম্যমান আদালত। জনস্বার্থে অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা এবং আতাউর রাব্বী।
Leave a Reply