ভান্ডারিয়া প্রতিনিধি ॥ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের উদ্যোগে স্বাস্থ্য সহকারিরা ভ্যাকসীনের ক্যারিয়ার বক্স সামনে রেখে ও ‘আপনার শিশুকে টিকা দিন’ লেখা ফেষ্টুন (মনি পতাকা) গায়ে জড়িয়ে ৬ষ্ঠ দিনের মত পদমর্যাদা ও বেতন স্কেল উন্নীতকরনের দাবীতে কর্মসূচি পালন করছে। ফলে উপজেলার ১৬৮টি ইপিআই কেন্দ্রের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
০২ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মূখে ৩২ জন স্বাস্থ্য সহকারি এবং ৫ জন সহ স্বাস্থ্য সহকারী কর্মসূচি পালন করে। কর্মসূচি থেকে স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের পক্ষ থেকে সরকারকে অবিলম্বে দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয়। এদিকে ইপিআইসহ (টিকাদান) সব কার্যক্রম অনিদ্রিষ্ট সময়ের জন্য বন্ধ থাকায় গর্ভবতী মায়েদের ও শিশুদের টিকা ও চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে। এই অনুষ্ঠিত কর্মবিরতিতে উপস্থিত ও বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মহসিন উদ্দিন, উপজেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক এ জেড সায়েম, সাংগঠনিক সম্পাদক সাজেদা আক্তার প্রমূখ।
Leave a Reply