গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি ॥ কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৯টায় জেলা যুবলীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগ আহ্বায়ক ও পৌরসভার কাউন্সিলার রেজাউল করিম জাকিরের নেতৃত্বে ফায়ার সার্ভিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা যুবলীগ আহ্বায়ক ও পৌরসভার কাউন্সিলার রেজাউল করিম জাকির বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার মানে হলো স্বাধীনতাবিরোধী অপশক্তি বাংলাদেশে এখনো বিদ্যমান। স্বাধীনতা বিরোধী চক্রের সকলকে আইনের আওতায় না আনা পর্যন্ত আমাদের এ বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। একই সাথে রবিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের জন্য সকল নেতা কর্মীকে আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা যুবলীগ নেতা মো.কামাল শরিফ,কাওছার হোসেন মায়েজ,শহর যুবলীগের যুগ্ন আহ্বায়ক ও সমাজ সেবক মো.ছবির হোসেন,মোস্তাফিজুর রহমান রিংকু সহ প্রায় দুই শতাধিক নেতা কর্মীরা উপস্থিত ছিল।
Leave a Reply