বার্তা ডেস্ক ॥ বাংলাদেশের তিন কোম্পানি ফোর্বসের তালিকায় জনপ্রিয় বাণিজ্য সাময়িকী ফোর্বসের তালিকায় স্থান পাওয়া যে কোনো কোম্পানির জন্য আকাক্সিক্ষত। এমন সুসংবাদ পেয়েছে বাংলাদেশের তিন কোম্পানি স্কয়ার ফার্মাসিটিউক্যালস, রেনাটা ও ফরচুন সুজ। এশিয়ায় এক বিলিয়ন ডলার নিচের আয়ের কোম্পানির তালিকায় কোম্পানি তিনটি জায়গা করে নিয়েছে। ফোর্বসের ‘আন্ডার এ বিলিয়ন’ তালিকা সম্প্রতি প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ারবাজারে তালিকাভুক্ত ২০০ কোম্পানি স্থান পেয়েছে। কোম্পানির নামের তালিকা বর্ণনাক্রম অনুযায়ী করা হয়েছে। আয়ের পাশাপাশি কোম্পানির ধারাবাহিক প্রবৃদ্ধির বিষয়টি তালিকা তৈরিতে বিবেচনায় নেওয়া হয়েছে। মূলত ছোট ও মাঝারি আকারের কোম্পানি নিয়ে তালিকা করা হয়েছে। চলতি বছরের আগস্টের মাঝামাঝিতে তালিকা তৈরির সময় এসব কোম্পানির করপোরেট পারফরম্যান্সের ব্যতিক্রমী ট্র্যাক রেকর্ডও বিশ্নেষণ করা হয়েছে। তালিকা প্রকাশের সময় ফোর্বস ঘোষণায় ৭ জুলাই পর্যন্ত এক বছরের তথ্য বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছে। দীর্ঘ সময় ধরে ব্যবসায় ভালো করছে এমন কোম্পানিকে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে বাছাই করা হয়েছে। এ অঞ্চলের এক কোটি থেকে একশ কোটি ডলারের নিচের এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৮ হাজার কোম্পানি থেকে তালিকায় ২০০ কোম্পানিকে বাছাই করা হয়। কোম্পানিগুলোর ঋণ, বিক্রি ও শেয়ারপ্রতি আয়ের এক থেকে তিন বছরের পরিমাণগত তথ্য ছাড়াও এসব কোম্পানির গুণগত বিষয়ও তালিকা করতে বিবেচনায় নেওয়া হয়েছে। বাংলাদেশের তিন কোম্পানি প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বিক্রি ও মুনাফায় প্রবৃদ্ধি, ঋণের হার নিয়ন্ত্রণ এবং বলিষ্ঠ পরিচালনায় বেশি স্কোর করেছে। ফোর্বসের তালিকা অনুযায়ী- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বর্তমান বাজারমূল্য ১৭১ কোটি ৬০ লাখ ডলার। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটির সর্বশেষ বছরে বিক্রির পরিমাণ ৫১ কোটি ২০ লাখ ডলার এবং আয় ১৫ কোটি ডলার। ওষুধ খাতের আরেক কোম্পানি রেনাটা লিমিটেডের বাজারমূল্য ১০৭ কোটি ১০ লাখ ডলার। সর্বশেষ হিসাবে বছরে ১৯৭২ সালের কোম্পানিটির বিক্রি ও আয় যথাক্রমে ২৭ কোটি ১০ লাখ ও সাড়ে চার কোটি ডলার। আরেক কোম্পানি ফরচুন সুজ তুলনামূলকভাবে নতুন। ২০১০ সালে স্থাপিত কোম্পানিটির বাজারমূল্য ২ কোটি ৮০ লাখ ডলার। এর বিক্রি ও আয় যথাক্রমে ১ কোটি ৮০ লাখ ও ৩০ লাখ ডলার।
Leave a Reply