গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি ॥ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝালকাঠি জেলা আওয়ামীগের প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত। বৃহস্পতিবার বেলা ১১টার সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সড়কে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো.শাহ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য,১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু (ভার্চুয়াল) সংযুক্তে তিনি বলেন, বঙ্গবন্ধু, বাঙালি ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য শব্দ। বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত মানে বাঙালির হৃদপিন্ডে আঘাত, বাংলাদেশের ওপর আঘাত। এ আঘাত কোনো অবস্থায় মেনে নেয়া যায় না। এটা ক্ষমার অযোগ্য অপরাধ।
যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে, তারা এদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্ব বিশ্বাস করে না। ওরা পাকিস্তানের প্রেতাত্মা। তারা বাংলাদেশের সংবিধানেও বিশ্বাসী নয়। এইসব স্বাধীনতা বিরোধীদের সংবিধান অমান্য করার অপরাধে কঠিন শাস্তি হওয়া উচিত। বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভাঙচুর করেছে শুধু তাদেরকেই নয়, যারা দেশকে অস্থিতিশীল করে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নে মুক্তিযুদ্ধের চেতনায় বার বার আঘাত হানতে চায়।
এ প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খান অরিফুর রহমান,সালাহউদ্দিন সালেক,সাধারণ সম্পাদক আলহাজ্ব এড.খান সাইফুল্লাহ পনির পৌর মেয়র মো.লিয়াকত আলী তালুকদার,যুগ্ন সাধারণ সম্পাদক তরুন কর্মকার,মো.নূরুল আমিন খান সুরুজ,সাংগঠনিক সম্পাদক মো.হাবিবুর রহমান হাবিল জেলা যুবলীগের আহ্বায়ক মো.রেজাউল করিম জাকির,উপজেলা আ.লীগের সভাপতি আব্দুর রসিদ হাওলাদার,সম্পাদক ও পৌর কাউন্সিলার মো.হাফিজ আল মাহমুদ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আলামিনসহ বিভিন্ন এলাকা থেকে আনুমানিক দুই শহা¯্রাধিক নেতা কর্মীরা উপস্থিত ছিল। সভা শেষে বিশাল মিছিল শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
Leave a Reply