বরগুনা প্রতিবেদক ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে তক্ষকসহ দুজনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে কমলগঞ্জ থানা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে আলীনগর ইউনিয়নের জালালিয়া গ্রামের মুহিবুর রহমানের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি তক্ষক উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন, বরগুনা জেলার তালতলা গ্রামের স্বপন মোল্লার ছেলে মো. জুয়েল মোল্লা (২৮), ও চট্রগ্রামের বন্দর এলাকার নীরব মিয়ার ছেলে মো. আক্তার হোসেন (২২)। পুলিশী অভিযানে ঘরের ভাড়াটে জালাল মিয়া (৩০) পালিয়ে যায়। তিনজনের বিরুদ্ধে বন্য প্রাণী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্র জানা যায়, বিভিন্ন এলাকায় তক্ষক দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয় এই প্রতারক চক্রটি। শনিবার বিকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, আটক ব্যক্তিদের নামে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply