পিরোজপুর প্রতিনিধি ॥ মানুষ মানুষের জন্য আর ধর্ম বর্ণের মানুষদের মধ্যে সুসম্পর্ক স্থাপন করার শ্লোগান নিয়ে আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস উদযাপন করা হয় মানব বন্দনের। গতকাল সকাল ১১ টার সময়ে স্বরূপকাঠি উপজেলার প্রধান গেট সংলগ্ন রাস্তায় মানব বন্দনের কর্মসূচির আয়োজন করা হয়।সুরক্ষা নাগরিক অধিকার ও মর্যাদা ( সুনাম) স্বরূপকাঠি উপজেলা শাখার পক্ষ থেকে আয়োজন করা হয় এই কর্মসূচির । মানব বন্দন কর্মসূচির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী ও জনপ্রিয় নেতা বাবু স্বাধীন আইচ।এসময় বক্তব্য রাখেন সুনামের সহ সভাপতি সুর্বনা আক্তার, সাধারণ সম্পাদক অরুণ দে প্রমুখ। এদিকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জনপ্রিয় নারী নেত্রী খালেদা আক্তার হেনা।স্বল্প সময়ের বক্তৃতায় নারী নেত্রী খালেদা আক্তার হেনা বলেন, আমরা সকলেই একসাথে মিলেমিশে বসবাস করতে চাই। ছোট বা বড় কিংবা ক্ষুদ্র পরিসরের কাউকে অহেতুক হেয় প্রতিপন্ন করবো না। মুসলিম কিংবা হিন্দুর ভেদাভেদ না করে আমরা সকলেই এক সুতোয় গাঁথা একটা জাতি। আজকের কর্মসূচির সার্থকতা তুলে ধরতে পারাটাই আয়োজনের সার্থকতা। এছাডাও মানব বন্দনের সংক্ষিপ্ত বক্তব্যে প্যানেল মেয়র বাবু রতন দত্ত বলেন, ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস। তাই যথাযথ মর্যাদায় এই দিনটি উদযাপন করা আমাদের সকলের দায়িত্ব।মানব বন্দন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোঃ শহিদুল ইসলাম মিন্টু। আজকের মানব বন্দনকে আরও সার্থক করে তোলেন স্বরূপকাঠি পৌরসভার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া ব্যাক্তিত্ব ও প্যানেল মেয়র বাবু রতন দত্ত। দলমত নির্বিশেষে আজকের মানব বন্দন কর্মসূচিতে এলাকার বহু শীর্ষ নেতৃবৃন্দ সহ বহু সচেতন লোকজন স্বশরীরে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকে চমৎকার ভাবে ফুটিয়ে তুলতে অগ্রনী ভূমিকা পালন করেন সময়ের উদীয়মান নেতা সাইফুল ইসলাম মারুফ সহ হাবিবুর রহমান সোহাগ, মনজ দাস প্রমূখ। সমগ্র মানব বন্দন কর্মসূচির সঞ্চালনের ভূমিকায় ছিলেন চমৎকার কন্ঠের অধিকারী মোসাঃ মরিয়ম আক্তার। সর্বশেষ তথ্য মতে আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস উদযাপন অনুষ্ঠানে জেলার ও স্থানীয় বহু গণ মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply