নিজস্ব প্রতিবেদক ॥ ঝলকাঠি জেলের নলছিটি উপজেলায় রাতের আঁধারে জমি জোরপূর্বক জবর দখল করে নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে সাগর গাজী ও আবুল গাজী নামে দুই ভূমি দস্যুর বিরুদ্ধে। গতকাল ২০ ডিসেম্বর সকাল ১০ টার দিকে দলবল নিয়ে সম্পত্তি জবর দখল করার চেষ্টা করে দুই ভ্রাতা সাগর গং। অভিযুক্ত সাগর গাজী ও আবুল গাজী উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের তেওলা গ্রামের মৃত খালেক গাজীর ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী রুহুল আমিন খান নলছিটি থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার তেওলা এলাকায় রবিউল ইসলামের সাথে একই গ্রামের রফিক গাজী, সাগর গাজী, জাহিদ গাজী দের সাথে দীর্ঘ দিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধীয় সম্পত্তি নিয়ে বিজ্ঞ নলছিটি সহকারী জজ আদালতে একটি মামলা চলমান আছে। যার দেওয়ানী মামলা নং ১১৬/২০১৭। উক্ত বিরোধীয় সম্পত্তিতে বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা জারী করেন। তেওলা মৌজার জে.এল নং ১১৬, তথা বি.এস জে.এল ৫৬ নং এস.এ ৪৬/ ৪৭/ ৪৮/ ৪৯/ ৫৩/ ৫৪/ ১৭৫/ ১৯৮ নং খতিয়ানভূক্ত এস.এ ২৩২/ ৩৫৭/ ৩৬০/ ৩৬১/ ৩৬৩/ ৩৬৪/ ৩৬৫/ ৩৬৬/ ৩৬৭/ ৩৬৮/ ৩৬৯/ ৩৭১ নং দাগভূক্ত সম্পত্তি বর্তমান বি.এস জরীপে বি.এস ২৫৫/ ৩৬২/ ৩৬৩/ ৩৬৮/ ৩৬৫/ ৩৬৬/ ৩৬৯/ ৩৭০/ ৩৭১/ ৩৭২/ ৩৭৩ নং দাগে অংকিত বি.এস খতিয়ান নং ১/১, ১৪৫, যাহাতে সম্পত্তির পরিমান ৩.২৭ শতাংশ। সূত্র জানায়, রুহুল আমিন এর পূর্ব পুরষগণ বিগত ৬০/৭০ বছর যাবত নিলাম সূত্রে ৩.২৭ শতাংশ ভূমি ভোগদখল করে আসছে। ওই জমি জোর পূর্বক জবর দখল করার জন্য সাগর গাজী গং দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে। তারই সুত্র ধরে রুহুল আমিন ও তার পরিবারের সদস্যদের উপর বিভিন্ন সময়ে নির্যাতন ও হুমকি প্রদান করা হয়। গতকাল ২০ ডিসেম্বর রবিবার রুহুল আমিনের সম্পত্তি সাগর গং ও তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী সহ জোরপূর্বক দখল করার চেষ্টা করে। সাগর গাজী, আবুল গাজী ও একদল সন্ত্রাসী বাহিনী রুহুল আমিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং জানে মেরে ফেলার জন্য ভয়ভীতি দেখায়। তারা দেশীয় অস্ত্র নিয়ে ডাকচিৎকার করে ভূক্তভোগী রুহুলকে ও তার পরিবারকে গালিগালাজ করে। রুহুলকে বাড়ীতে না পেয়ে তার পরিবারকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে রুহুল আমিন বাধা প্রদান করলে সন্ত্রাসী সাগর গং রুহুল আমিন ও তার পরিবারের সদস্যদের হুমকি প্রদান করে। এঘটনায় রুহুল আমিন খান নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ করেন। যাহার জি.ডি নং ৮৫৮, তারিখ: ২০/১২/২০২০। ভূক্তভোগী রুহুল আমিন জানায়, আমার পূর্বপুরুষ গণ বহুবছর পূর্ব থেকে এই সম্পত্তি নিলাম সূত্রে ভোগ দখল করে আসছে। কিন্তু ভূমি দস্যু সাগর গাজী ও তার ভাই আবুল গাজী আমার ভোগদখলীয় সম্পত্তিতে অবৈধ ভাবে প্রবেশ করে আমাকে উচ্ছেদ করার চেষ্টা করে। আমার ভোগদখলীয় সম্পত্তির উপর ভূমিদস্যুদের লোলুপ দৃষ্টি পরলে সেখানে তার সন্ত্রাস বাহিনী নিয়ে প্রতিনিয়ত ক্ষতি করার জন্য সুযোগ খোঁজে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানায়, প্রায় সন্ধায় সাগর গাজী, আবুল গাজী এখানে এসে মদকের আড্ডা ও জুয়ার আসর বসায়। আমরা এলাকার কেউ তাদের ও তাদের সন্ত্রাসী বাহিনীদের ভয়ে মুখ খুলতে সাহস পাইনা। এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, ভূক্তভোগী রুহুল আমিন তার ভোগদখলী সম্পত্তিতে সন্ত্রাসীদের হামলার বিষয়ে আমার এখানে এসে একটি অভিযোগ দিয়েছে। আমি ঘটনাস্থলে লোক পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
Leave a Reply