বরগুনা প্রতিনিধি ॥ মোটা অংকের উৎকোচ গ্রহন করে বরগুনা সদর ইউসিসি ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে মোঃ রুহুল আমীনকে নির্বাচিত করার অভিযোগে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে সোমবার সকালে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ইউসিসি ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি ও প্রতিদ্ধন্দী প্রার্থী মোস্তাফিজুর রহমান বচ্চু। লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বড় ধরনের উৎকোচ গ্রহন করার কারনে নিজেই নির্বাচন সমন্বয়ক না হয়ে নির্বাচন কমিটির সভাপতি হয়েছেন। শুধু তাই নয় নির্বাচন কমিটিতে অন্য কোন লোক বা দপ্তরের লোক রাখা হয়নি। নির্বাচনের তফসিল ঘোষনার পর নির্বাচনের আগের দিন রাতে ২৬৬ টি প্রাথমিক সমিতির এডহক কমিটি গঠন এবং অনুমোদন করানো হয়। কিন্তু এডহক কমিটির পূর্বের তারিখ দেখানো হয়। ১৩ ডিসেম্বর নির্বাচনের দিন সকালে ভোটার তালিকা প্রকাশ করেন তিনি। এছাড়াও তার পছন্দের প্রাথীকে ভোট না দিলে সদস্যদের লোনের সুবিধা থেকে বঞ্চিত করার ভয় দেখান। এ ছাড়াও নির্বাচনী এজেন্টদের বের করে দেয়ারও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলননে। প্রতিদ্ধন্দী প্রার্থী রুহুল আমীনের বিরুদ্ধে লিখিত বক্তব্যে অভিযোগ করেন তিনি ভোটারদের ভয়ভীতি দেখিয়ে চাপ সৃষ্টি করেন। এ বিষয়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ফিরোজ আলম বলেন, বিধি মোতাবেক ভোটার তালিকা তৈরি ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোন প্রার্থী আমার কাছে অভিযোগ দেয়নি। নির্বাচনী সকল এজেন্ট উপস্থিত ছিল। পরাজিত প্রার্থীর সকল অভিযোগ ভিত্তিহীন।
Leave a Reply