পিরোজপুর জেলা প্রতিনিধি : টান টান উত্তেজনা বিরাজ করছে স্বরূপকাঠি পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে। পৌর সভার সৃষ্টি থেকে এখন পর্যন্ত অপ্রতিরোধ্য কাউন্সিলর বাবু রতন দত্ত সহ শান্তিপ্রিয় মানিক লাল সরকার, ব্যাবসায়ী ও সমাজ সেবক কৃষ্ণ কান্ত দাশ, ছাত্র লীগের নেতা অনুজ আচার্য রয়েছে এবারের নির্বাচনের ভোট যুদ্ধে। কঠিন থেকে কঠিনতর নির্বাচন হবে স্বরূপকাঠি পৌরসভার মধ্যে ১ নং ওয়ার্ডের নির্বাচন। এদিকে অতীত ইতিহাস সাক্ষী বহন করে আসছে স্বরূপকাঠি পৌরসভার নির্বাচন নিয়ে। স্বরূপকাঠি পৌরসভা সৃষ্টির পর থেকেই এখন পর্যন্ত কাউন্সিলর হয়ে একটা রেকর্ড তৈরী করতে সক্ষম হয়েছেন রতন দত্ত । তবে এবার সেই দূর্ঘে হানা দেওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে ইতিমধ্যে। বিগত সময়ের ইতিহাস বরাবরই বর্তমান কাউন্সিলরের পক্ষে ছিল। অথচ এবারের পৌর নির্বাচনের রাজনৈতিক পরিবেশ কিছুটা ভিন্ন আঙ্গিকে। গত বছর থেকেই পৌর সভার ১নং ওয়ার্ডের বাসিন্দারা হিসাব নিকাশ করতে শুরু করে দিয়েছে পরিবর্তনের আশায়। তবে বর্তমান পেক্ষাপট অনুযায়ী পরিবর্তনের আভাস মিলছে বর্তমান সময়ের হিসাব নিকাশ অনুযায়ী। অবশ্য এ ব্যাপারে পৌর সভার ১ নং ওয়ার্ডের বহু বাসিন্দারা গণ মাধ্যম কর্মীদের জানান, আমরা পৌর সভা সৃষ্টির পর থেকেই এখন পর্যন্ত অনেক কিছু দেখতে দেখতে শিখেছি অনেক কিছু। তবে নাম না প্রকাশের শর্তে বহু হিন্দু ভোটাররা মিডিয়াকে জানান, আমরা সকলেই পরিবর্তনের আশায় মাঠে নেমেছি। অনেক কিছু দেখলাম তাই নেতৃত্বের পরিবর্তন চাই আমরা ১ নং ওয়ার্ডের বাসিন্দারা।যদিও বর্তমান সময়ে বর্তমান কাউন্সিলর বাবু রতন দত্ত বিগত সময় থেকেই তরতাজা ইমেজ ধরে রাখতে শতভাগ ব্যার্থ হয়েছে বিভিন্ন কাজে কর্মে। আর সেই সুযোগ কাজে লাগাতে মানিক লাল সরকার সহ কৃষ্ণ কান্ত দাশ ও অনুজ আচার্য প্রমুখরা মাঠে নেমেছে স্ব স্ব শক্তি ও সমর্থন অনুযায়ী। আর এটাও শতভাগ খাঁটি কথা পৌরবাসীর ভাষ্য অনুযায়ী। বর্তমান কাউন্সিলরের সেই দূর্ঘে দারুণ চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে পৌর নির্বাচনের ভোট যুদ্ধে। আর এটাও সত্য, কঠিন দুঃসময়ের মধ্যে বর্তমান কাউন্সিলর অবস্থান করলেও হতাশার ছাপ নেই নির্বাচনের মাঠে।বরাবরই সদালাপী হয়ে মাঠে নেমেছে আটঘাট বেধে। কঠিন নির্বাচন হবে স্বরূপকাঠি পৌরসভার ১ নং ওয়ার্ডের মধ্যে। আর সেই কথা মাথায় রেখে দূর্বার গতিতে এগিয়ে চলছে সকলের আর্শীবাদ নিয়ে। আর হ্যা আমরা পাঠকের জন্য কৃষ্ণ কান্ত দাশের কথাই বলছিলাম। স্বরূপকাঠি পৌরসভার মধ্যে অতি ক্ষুদ্র থেকে শুরু করে আজ একটা শক্ত অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছেন। অতীত ইতিহাসই বলে দেয়, ” পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি ” সততাই ব্যাবসার অন্যতম মূলধন ।সেই নীতি ও আদর্শ নিয়ে বর্তমান সময়ে ব্যাবসার মাধ্যমে সমাজ সেবা করে নেছারাবাদ উপজেলার মধ্যে একটা সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র। পাশাপাশি স্বরূপকাঠি পৌরসভায় স্থায়ী বাসিন্দা হয়ে একজন সফল ব্যাবসায়ী হিসাবে দারুণ প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে পৌরসভার মধ্যে। একজন পরিশ্রমী মানুষ হয়ে নিঃসন্দেহে এগিয়ে চলছে আপন মহিমায়। নিরহংকারী সমাজ সেবকের হয়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছে পৌর সভার নির্বাচন যুুুদ্ধে জয়ী হবার বাসনা নিয়ে। পৌর সভার ১নং ওয়ার্ডের বাসিন্দা বাবু বাদল দাশের সুযোগ্য পুত্র বর্তমান সময়ে একজন সমাজ সেবক ও ব্যাবসায়ী। দারুণ সদালাপী ও বিনয়ী স্বভাবের অধিকারী শান্তিপ্রিয় মানুষ হিসাবে দারুণ গ্রহণ যোগ্যতা রয়েছে ওয়ার্ড সহ সমগ্র পৌরসভার মধ্যে । এদিকে পৌরবাসীরা ১নং ওয়ার্ডের মধ্যে কাউন্সিলর প্রার্থী হিসাবে পেতে চাচ্ছেন বাবু কৃষ্ণ কান্ত দাশকে ।এ ব্যাপারে পৌর সভার বহু শীর্ষ নেতৃবৃন্দ নাম না প্রকাশের শর্তে গণ মাধ্যম কর্মীদের জানান, আসলেই আমাদের ওয়ার্ডের মধ্যে একটা পরিবর্তন দরকার। বর্তমান কাউন্সিলর বিভিন্ন বিষয়ে কমবেশি বিতর্ক রয়েছে। আমরা সকলেই চাই এবারের পৌর নির্বাচনে একটা পরিবর্তন আসুক। অনেক হয়েছে বিগত সময়ে সুতারং আর নয়। তাই আমরা আটঘাট বেধে মাঠে নেমেছি আমাদের সকলের কাছে প্রিয় আস্থা বাজন কৃষ্ণ কান্ত দাশকে নিয়ে। অবশ্য ভিন্ন কথা বলেন বেশ কিছু তরুণ পৌর ভোটাররা। তারা গন মাধ্যম কর্মীদের জানান, আমরা পৌর সভায় নুতন প্রজন্মের উদীয়মান ভোটার। তাই পরিবর্তনের আশায় নুতন মুখের প্রার্থী হিসাবে কৃষ্ণ কান্ত দাশকে চাই। নুতন আশা ও নুতন স্বপ্ন নিয়ে আমরা সকলেই একসাথে শপথ নিয়ে এগিয়ে যাচ্ছি আগামীর জন্য। নেতৃত্বেরও পরিবর্তন না হলে বর্তমান প্রজন্ম ভালো মন্দের বিষয়ে যাছাই বাছাই করতে বেগ পেতে হবে স্বরূপকাঠি পৌর সভার মধ্যে ।
এ ব্যাপারে কথা হয় পৌর সভার ১নং ওয়ার্ডের জনপ্রিয় সমাজ সেবক বাবু কৃষ্ণ কান্ত দাশের সাথে। জেলার ও স্থানীয় বহু গণ মাধ্যম কর্মীদের অকপটে জানান, আমি একজন সাধারণ মানুষ।ব্যাবসা বানিজ্য করাই আমার প্রধান কাজ। পরিশ্রম করে আজ একটা ভালো অবস্থানে আসতে পারিয়াছি মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে। আসলেই সকলের আর্শীবাদ নিয়ে স্বরূপকাঠি পৌরসভার মধ্যে সুনামের সাথে ব্যাবসা বানিজ্য করে যাচ্ছি। পাশাপাশি সমাজ সেবা করে যাচ্ছি নিজের উপলব্ধি থেকে। আমি কিশোর বয়স থেকেই কঠোর পরিশ্রম করে আজ এপর্যায়ে আসতে পারিয়াছি। তবে মিডিয়ার আর এক প্রশ্নের জবাবে জানান, এলাকার বেশীরভাগ লোকজন বহু দিন ধরে আবদার করে আসছে যাতে আমি এবারের পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হই। সকলের ভালবাসার টানে আমি ১নং ওয়ার্ডের বাসিন্দাদের কথা চিন্তা ভাবনা করে নির্বাচন করবো ইনশাআল্লাহ।ওয়ার্ডবাসীদের আর্শীবাদই আমার চলার পথে প্রেরণা।
Leave a Reply