গৌরনদী প্রতিনিধি ॥ মুজিব বর্ষ উপলক্ষে গতকাল শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশালের গৌরনদী উপজেলার ১১০জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সকাল সোয়া ১০টায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, গনমাধ্যম কর্মী, শিক্ষক ও সমাজকর্মীগন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গনভবন থেকে অংশ নেওয়া ভিডিও কনফারেন্সের সাথে যুক্ত থেকে তার নির্দেশনা পালন করেন। সভায় জানানো হয় শেখ হাসিনা কর্তৃক উপজেলার ২০০জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে। এরমধ্যে গতকাল ১১০ জনের পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। বাকি ৯০ জনের পরিবারকে পরবর্তিতে পর্যায়ক্রমে জমি ও গৃহ প্রদান করা হবে। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ,এম জয়নাল আবেদীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন শিল্পি, চাঁদশী ইউপি চেয়ারম্যান কৃষ্ণকান্ত দে, নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, বার্থী ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদা, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক মৃধা প্রমুখ।
Leave a Reply