বাকেরগঞ্জ প্রতিনিধি॥ বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে আসাদুল নামের এক অসহায়ের জমি জোরপূর্বক জবর দখলের পায়তারা চালাচ্ছে স্থানীয় কিছু ভূমিদস্যুরা। জানা যায়, উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ডিঙ্গারহাটের দেউলী গ্রামে মৃত আনিচ হাওলাদারের পুত্র আসাদুলের ভাইয়ের সাফ কবলা দলিল মুলে মালিক হয়ে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছেন। একই গ্রামের আ. বাকেরের পুত্র মিজান, মৃত গফুরের পুত্র আ. হক হাওলাদার, ও মৃত আ. রাজ্জাক হাওলাদারের পুত্র আ. খালেক হাওলাদার জোড়পূর্বক দখল করার পায়তারায় লিপ্ত আছে। এরই ধারাবাহিকতায় গত ১৯ জানুয়ারি ২০২০ তারিখ সকাল ১০ টায় মিজান গংরা ৮/১০ জন বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আসাদুলের স্বত্ব দখলীয় সম্পত্তির মধ্যে অনধিকার প্রবেশ করে রাস্তা নির্মাণের প্রস্তুতি নিলে আসাদুলসহ তার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে বাঁধা দিলে তারা ঔদিনের মতো রাস্তা নির্মাণ করতে না পেরে চলে যায়। তারা যাবার সময় উপস্থিত লোকজনের সম্মুখে হুমকি দিয়ে বলে আজ চলে গেলেও পরবর্তীতে আরো বেশী লোকজন নিয়ে এসে রাস্তা নির্মাণ করবোই করবো। এতে যদি কেউ বাঁধা দেয় তাহলে খুন জখমের হুমকি দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই ভূমিদস্যুদের সাথে যে কোন সময় মারাত্মক খুন জখমসহ শান্তিশৃঙ্খলা ভঙ্গের সমুহ সম্ভাবনা রয়েছে। ভভিষ্যতে ভূমিদস্যুরা যাতে বে-আইনীভাবে আসাদুলের সম্পত্তিতে রাস্তা নির্মান করতে না পারে যেজন্য বিজ্ঞ আদালতে একটি ফৌ:কা:বি: আইনের ১৪৫ ধারার বিধান মতে শো-কজ, প্রসেডিং স্থাপন, বিরোধীয় সম্পত্তিতে প্রবেশে নিষেধাজ্ঞাসহ স্থিতিবস্থা বজায় রাখার জন্য ও.সি বাকেরগঞ্জ থানা বরাবরে আদেশ প্রদান করেন। জে.এল ৭৬নং দেউলী মৌজার এস.এ ৮১ নং খতিয়ানের হাল ২৫২১ দাগের ১.৮৪ একর ভূমির মধ্য ১.১৩ একর ভূমি মোকদ্দমায় বিরোধীয়।
Leave a Reply