নিজস্ব প্রতিবেদক ॥ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ ও শিক্ষকদের বরখাস্ত করার সিদ্ধান্ত প্রত্যাহার, শিক্ষার্থীদের ৫ দফা দাবি বাস্তবায়ন করা, বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে গতকাল বিকাল ৪টায় অশ্বিনী কুমার হলচত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শুরুতে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন শিকদার ও পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন শিকদার। সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল সরকারি মহিলা কলেজের সংগঠক অদিতি ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় জনগনের ক্যান্টনমেন্ট হওয়ার কথা, মত প্রকাশের স্বাধীনতার কেন্দ্র হওয়ার কথা। কিন্তু ছাত্রদের আবাসন,চিকিৎসাসহ ৫ দফা দাবি পেশ করার জন্য স্বৈরাচারী কায়দায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ২ জন ছাত্রকে বহিষ্কার ও ৩ জন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। বক্তারা অবিলম্বে এই ছাত্র বহিষ্কার ও শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। একইসাথে বক্তারা ছাত্রদের ৫ দফা দাবি মেনে নিয়ে বিশ্ববিদ্যালয়ের গনতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আহবান জানান।
Leave a Reply