নিজস্ব প্রতিবেদক ॥ গতকাল বরিশাল মহানগরীর ২৭ নং ওয়ার্ডে কুদঘাটা (জামে মসজিদ) এ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর আওতাধীন এয়ারপোর্ট থানা শাখার “বার্ষিক সম্মেলন’২১” অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আজিজুল হক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-” মাদক” এখন একটি সাধারণ শব্দে পরিনত হয়েছে।আর মাদকের প্রাপ্তিও হাতের নাগালে চলে এসেছে।দেশের যে কোন প্রান্তেই হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে প্রায় সব ধরনের মাদক। সুতরাং এখনই সময় দেশের প্রত্যেকটি সেক্টর থেকে মাদকের বিরুদ্ধে লড়াই শুরু করা। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের প্রাচীর গড়ে তোলা।তাই সর্বোচ্চ জনসচেতনতা ও প্রতিরোধের মাধ্যমে “মাদক “রুখতে ইশা ছাত্র আন্দোলনকেই নকীবের ভূমিকা পালন করতে হবে। সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন – ইশা ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের সভাপতি মুহাম্মাদ আব্দুল্লাহ আল মামুন। প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, বাংলাদেশ তার জন্মের প্রায় ৫০টি বছর অতিক্রম করতে যাচ্ছে।সুবর্ণ জয়ন্তী উৎযাপনের জমকালো আয়োজনের হিসাব কষছে সরকার। কিন্তু এ জমকালো আয়োজনে কত সিকি উপকার হবে এ দেশের মেহনতি জনতার। ৫০ বছরে বহু নেতার পরিবর্তন হয়েছে, দফার পরিবর্তন হয়েছে। সংবিধানে এক এক করে ১৬তম সংশোধনী এসেছে।কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তনে হয়নি। তাই সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষে ইশা ছাত্র আন্দোলনকেই অগ্রনী ভূমিকা পালন করে এদেশের ভাগ্যাকাশে নতুন ভোরের সোনালী সূর্য উদিত করতে হবে। শাখা সভাপতি মোঃ শাহানুদ্দীনের সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ নাইমুল ইসলামের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ইশা ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ নাজমুল ইসলাম। প্রধান বক্তা তার বক্তব্য শেষে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এয়ারপোর্ট থানা শাখার ২০২০ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২১ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।
Leave a Reply