প্রতিনিধি ঝালকাঠি ॥ ঝালকাঠির নলছিটিতে বিয়ের কয়েক মাস পেড়িয়ে গেলেও স্ত্রীকে মেনে নিচ্ছেন না প্রবাস ফেরত এক ব্যক্তি,কনের বাবার সংবাদ সম্মেলন।মঙ্গলবার সকাল ১০টায়(২জানুয়ারী ২০২১ইং)নলছিটি সাংবাদিক ক্লাবে সংবাদ সম্মেলনে কনের বাবা মো. ইউসুফ আলী খান লিখিত বক্তব্যে জানান গত ২৭ শে ডিসেম্বর ২০ইং তারিখ আমার মেয়ের সাথে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নলছিটি উপজেলার নান্দিকাঠী গ্রামের কাশেম আলী খানের ছেলে হাবিবুর রহমান খান। ইসলামী শরিয়াহ মোতাবেক দুই লাখ টাকা কাবিন ধার্য করে তাদের বিবাহ সম্পন্ন হয়।কিন্তু বিবাহের কিছুদিন পরই সে আমার মেয়ের সাথে যোগাযোগ বন্ধ করে দেন। আমার মেয়ে তাকে কারন জিজ্ঞেস করলে সে বলেন তোমার বাবা রিক্সাচালক তাই তোমাকে আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। যদিও আমরা উভয় পক্ষই জেনেশুনে তাদের বিবাহের ব্যবস্থা করেছি। হাবিবুর রহমান খান বিদেশ থাকতেন এবং তার পূর্বে একটি বিবাহ ছিল তা জেনেও আমার কলেজ পড়ুয়া মেয়েক তার সাথে বিবাহ দিয়েছি। তিনি আরও বলেন এ নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা দুই দফা বৈঠকে বসলেও তারা কোন সূরাহা দিতে পারেন নি। তারা এখন আমার কাছে মোটা অংক যৌতুক দাবি করছেন যা আমার মতো গরীব মানুষের পক্ষে মেটানো সম্ভব না। আমার মেয়ে তার স্বামীর সংসার করতে চায়। তাই আমি আপনারদের মাধ্যমে সমাজের দায়িত্বশীল মানুষদের দৃস্টি আকর্ষন করছি।
Leave a Reply