গাজী মো. গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি ॥ ঝালকাঠিতে মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্বারক ভুষিত হয়েছেন শহর যুবলীগের যুগ্ম-আহবায়ক আলোকিত মানুষ খ্যাত ছবির হোসেন। বিশ্বের মহামারি করোনা কালে অসহায় মানুষের পাশে থেকে নিজেকে উৎসর্গ করে মানুষের সেবা করেছেন যুবলীগ নেতা ছবির হোসেন। দিয়েছেন গরীব দুঃখী মানুষের মুখে ভাত তুলে। গৃহহীন পরিবারে স্বপ্ন পুরন করেছেন নতুন ঘর তুলে দিয়ে। ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠি বাজারের ফুটপাতে জুতা সেলাই করে সংসার চালাত সবিতা রানী দাস। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চলতো তাঁর নিত্য দিনের কাজ। ফুটপাত থেকে তুলে এনে সবিতাকে তৈরি করে দিয়েছেন সাজানো ঘর নতুন সুতা স্যান্ডেলর দোকান।করোনায় কর্মহীন অসহায় বৃদ্ধের কষ্টের জীবনযাপনের কথা শুনে তাকে মালামালসহ সবজির ভ্রাম্যমাণ দোকান উপহার দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন এই তরুন সমাজসেবক মো. ছবির হোসেন। সর্বদা গরীব দুঃখী মানুষের মাঝে নিজেকে উৎসর্গ করেছেন। এ মানবিক সেবায় অবদান রাখায় ঝালকাঠি জেলার ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝালকাঠি নাগরিক ফোরামের পক্ষ থেকে গুনীজন সম্মাননা পেয়েছেন যুবলীগ নেতা ছবির হোসেন। ঝালকাঠি শিল্পকলা একাডেমী মিলনায়তনে নাগরিক ফোরামের আলোচনা সভা গুনীজন সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে নাগরিক ফোরাম। অনুষ্ঠানে ২১ জন গুনী ব্যক্তি কে বিভিন্ন বিষয় অবদান রাখার জন্য সম্মাননা প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে মানবতার ফেরিওয়ালা নামে এলাকায় বিশেষ সুনাম কুরিয়েছেন ছবির হোসেন। নাগরিক ফোরাম ঝালকাঠি থেকে বিশেষ সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয় তাকে। জেলা প্রশাসক মোঃ জোহর আলী সম্মাননা ক্রেস্ট তুলে দেন ছবির হোসেনকে। মো. ছবির হোসেন বলেন,আমি কোন পুরস্কার পেতে মানুষের জন্য কাজ করিনি। আমাদের সমাজে অবহেলিত মানুষের জন্য কিছুর করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আজ আমাকে যারা সম্মানিত করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের এ সম্মানের জন্য অসহায় মানুষের উপর আমার আরো দায়িত্ব বেড়ে গেছে। সকলে দোয়া করবেন এভাবে মানুষের পাশে থেকে যেনো কাজ করতে পারি। জেলা জুড়ে বিভিন্ন রকমের মানবিক কাজ করে চলছেন মো. ছবির হোসেন। এরই ধারাবাহিকতায় রাজাপুরেও এক অসহায় বৃদ্ধাকে তার ঘর মেরামত করার জন্য টিন দিয়েছেন।
Leave a Reply