স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সা খাদে পরে চার জন আহত হয়েছে। বূধবার সকাল সাড়ে ১০ দিকে সদর উপজেলার বাহেরচরের কর্নকাঠীতে এ দূর্ঘটনা ঘটে। জানা গেছে- বূধবার সকাল সাড়ে ১০ দিকে একটি ইট বোঝাই ট্রলি যাত্রীবাহী অটোরিক্সাকে দ্রুতগতিতে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি রাস্তার পাশের খাদে পড়ে যায়, তখনই ট্রলিটি বামে চাপিয়ে দিলে অটো গাড়িও খাদে পড়ে যায়। এতে করে চার জন আহত হয়েছে। পরে তাদের ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহত এক যাত্রী বলেন, আমরা রানীর হাট থেকে সিদ্দিক বাজার যাওয়ার উদ্দেশ্য অটো গাড়িতে রওনা হই। তখনই পিছন থেকে দ্রুতগতিতে আসা ট্রলি গাড়ীটি আমাদের ওভারটেক করে চাপ দিলে আমরাও অটোর নিচে চাপা পড়ে যাই। প্রতিনিয়তই ঘটছে ট্রলির দূর্ঘটনা এ সমস্ত অবৈধ ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়িগুলো কোন আইনকে তোয়াক্কা না করেই হরহামেশা দাপিয়ে চলছেই। সব সময়ই খুব দ্রুতগতিতে চালায় আর তাদের কোন প্রশিক্ষণ নেই। এলাকাবাসী বলেন, অবৈধ ট্রলি গাড়ি যাতে বন্ধ হয় সেই কামনা করছি এবং প্রশাসনের দৃষ্টি আর্কষণ করছি এটাই আমাদের দাবি।
Leave a Reply