ভান্ডারিয়া প্রতিনিধি ॥ মুজিববর্ষের অঙ্গীকার “গ্রামে গ্রামে পাঠাগার” এই শ্লোগানকে এরিক পাঠাগার ও সংস্কৃতি উন্নয়ন কেন্দ্র-এর উদ্যোগে জাতীয় গ্রন্থকেন্দ্র, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় গতকাল শুক্রবার ভাণ্ডারিয়া উপজেলার নয়াখালী মাটিভাংগা মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়। শিক্ষক মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে ও পাঠাগারের সভাপতি মোঃ মাইদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক মোঃ সাইফুল কবির গাজী, সাবেক ইউপি সদস্য মোঃ এমদাদুল ইসলাম, মোঃ রিয়াজ হায়দার, মোঃ গিয়াস জমাদ্দার, শিক্ষার্থী কারিমা আক্তার প্রমুখ। এবারের প্রতিবাদ্য বিষয় মুজিববর্ষের অঙ্গীকার ‘‘গ্রামে গ্রামে পাঠাগার’’। বক্তারা মুজিববর্ষের অঙ্গীকারে একটি সৃজনশীল ও উন্নত জাতি গঠনে পাঠাভ্যাসের বিকল্প নেই বলে মন্তব্য করেন।
Leave a Reply