উজিরপুর প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুরে প্রথম করোনার টিকা গ্রহন করলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ শওকত আলী। এ কর্মসূচীর উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। রবিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়। এ ছাড়াও ওই সময়ে টিকা গ্রহন করেন কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার মোঃ আল আমিন সরদার, ইলিয়াস হোসেনসহ ১০জন। তবে এ পর্যন্ত টিকা গ্রহনের তালিকায় উপজেলায় ৬৫ জনের নাম অন্তর্ভূক্ত হয়েছে। জানা যায় এটি অক্সফোর্ডের চ্যাডক্স-১ নামক কোভিড-১৯ টিকা। কর্মসূচীর উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস.এম জামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লায়লা পারভীন, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেনসহ নেতৃবৃন্দ।
Leave a Reply