শরফ উদ্দিন আহম্মেদ বাবু ॥ গতকাল রবিবার সকাল ১১ ঘটিকায় কাউনিয়া থানা চত্বরে কাউনিয়া থানার আয়োজনে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিঃ পুলিশ কমিশনার, বিএমপি জনাব প্রলয় চিসিম একথা বলেন। এ সময় তিনি পূর্ববর্তী মাসের ওপেন হাউজ ডে’তে ভুক্তভোগীদের উত্থাপিত বিভিন্ন বিষয়ের সমাধান কতটুকু বাস্তবায়ন হয়েছে সে বিষয়ের উপর আলোকপাত করেন। অতঃপর ওপেন হাউজ ডে তে আগত সকল ভুক্তভোগীর সমস্যা দীর্ঘ সময় ধরে অত্যন্ত গুরুত্বসহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পুলিশি সেবা কে আরো সহজতর উপায়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশের গৃহীত বিভিন্ন পদক্ষেপ যেমন, জাতীয় জরুরী সেবা ৯৯৯, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, ওপেন হাউজ ডে, নিয়মিতভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন, ফেসবুক পেজ, ওয়েব পেজ, সিআইএমএস, হ্যালো বিএমপি অ্যাপস সংক্রান্তে আলোকপাত করে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ পুলিশ বিপদে-আপদে, সুখে-দুখে সব সময় আপনাদের পাশে থাকতে বদ্ধপরিকর।’ এ-সময় তিনি, ‘তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সন্তানদের অভিভাবকদেরকে সচেতন থাকার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি করা, সন্তানদের সর্বক্ষণিক গতিবিধি লক্ষ রাখা, তরুণদের কাছে ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরসাইকেল দেওয়া সহ নানাবিদ বিষয় নিয়ে আলোচনা করেন। এ-সময় উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ খাইরুল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ পুলিশের আইজিপি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই মাদক নির্মূল করতে আমাদের সকলকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে, পুলিশ ও জনগণকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে। পুলিশ ও জনগণকে একাট্টা হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার সেতুবন্ধন হচ্ছে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং। এ-সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিএমটি সদর দপ্তর এন্ড উত্তর) রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া থানা মাসুদ রানা, অফিসার ইনচার্জ কাউনিয়া থানা মোঃ আজিমুল করীম, ইন্সপেক্টর অপারেশন কাউনিয়া থানা লোকমান হোসেন অন্যান্য কর্মকর্তা সহ ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
Leave a Reply