গাজী মো. গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি ॥ ঘড়ির কাঁটা রাত সারে ১১টা। ঝালকাঠি গাবখান ইকোপার্ক সংলগ্ন শাহাদাৎ এর মুদি দোকানটির ভিতরে আগুন জ্বলতে দেখে পথচারী শাহজাহান, মাসুদ ও আসলাম। ঐ এলাকার হাসান শরীফের ছেলে মুদি দোকানদার শাহাদাৎ তখন বাড়ির ভিতরে ছিলো। পথচারী এবং গাবখান খালের কুদ (টোল) আদায়কারী শ্রমিকদের চিৎকার শুনে দৌরে আসেন শাহাদাৎ। ততক্ষণে পুরো দোকান ঘরটিতে আগুন দাউদাউ করে জ্বলেওঠে। প্রত্যক্ষদর্শী এহসান বলেন, ভিতরে গ্যাস সিলিন্ডার থাকায় ব্লাস্ট হওয়ার আতংকে আগুন নেভাতে দোকানের কাছে যায়নি তারা। এ জায়গাটি ফায়ার ষ্টেশন থেকে ৬ কিলোমিটার দুরত্বে এবং রাস্তা বেশ ভাঙা থাকায় দমকলের গাড়ী পৌছাতে কিছুটা বিলম্ব হয়। ততক্ষণে শাহাদাতের পুরো দোকানটি আগুনে ভষ্মিভুত হয়। ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২ টি ইউনিট এ আগুন নিয়ন্ত্রনে আনে। একই এলাকার আব্দুল হাই মাঝির ছেলে আকবর মাঝির কাছ থেকে সম্প্রতী দোকান ঘরটি ভাড়া নিয়ে মুদি দোকানটি সাজিয়ে বসে শাহাদাৎ। একটি দুর্ঘটনা তাকে পথে বসিয়ে দেয়। ফায়ার সার্ভিসের ষ্টেশন সাব অফিসার আবদুস সালাম ঘর মালিক আকবর এবং দোকানদার শাহাদাতের ভাষ্যমতে এ আগুনে একলক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে। বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
Leave a Reply