বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালে বাবুগঞ্জ উপজেলাধীন মধ্য রাকুদিয়া গ্রামে জেলা প্রশাসনের মালিকানাধীন জমিতে নির্মিত ‘নিরাপদ কৃষিপন্যের সংরক্ষণাগার’ এর জন্য নির্মিত ভবনটি বর্তমানে পল্লী বিদ্যুতের ও ভাঙ্গারী ব্যাবসায়ীদের গোডাউন হিসেবে ব্যাবহৃত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ওই এলাকার মৃত আঃ খালেক এর পুত্র খোকন হাওলাদার উক্ত গোডাউনটি দখল করে ভাড়া দিয়ে মোটা অংকের টাকা আত্মসাৎ করছেন। আর এ ব্যাপারে তাকে সহযোগিতা করার অভিযোগ পাওয়া গেছে বাবুগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মজিবুর রহমানের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে সরজমিনে পরিদর্শনে গেলে একাধিক কৃষক জানান, এটা তৈরি হয়েছে আমাদের উৎপাদিত কৃষি পণ্য সংরক্ষণ করার জন্য। কিন্তু স্থানীয় খোকন ঐ গোডাউন দখল করে ভাড়ার টাকা হজম করছে। এছাড়াও ঐ গোডাউনে রক্ষিত আমাদের বিশাল একটি মটর সম্প্রতি চুরি হয়। এ ব্যাপারে খোকন বাদী হয়ে প্রকৃত চোরদের আড়াল করে নিরিহ ভাংগারী ব্যাবসায়ীদের অভিযুক্ত করে মামলা দায়ের করে। বর্তমানে ঐ মামলায় গোপালগঞ্জের ২ ক্ষুদ্র ব্যাবসায়ী জেল খাটলেও প্রকৃত অপরাধীরা রয়েছে ধরা ছোয়ার বাইরে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক ব্যাক্তি বলেন, যেখান থেকে বা যেভাবে মটর চুরি হয়েছে বলে খোকন অভিযোগ করেন তা আদৌ সত্য নয়। স্থানীয় সাংবাদিকরাও ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেন। এদিকে সরকারি ঘর দখল করে ভাড়া দেয়ার প্রসঙ্গে অভিযুক্ত খোকনকে জিজ্ঞেস করলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। অপরদিকে অপর অভিযুক্ত মজিবুর রহমান গোডাউন ভাড়া দিয়ে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেন। ভুক্তভোগী কৃষকেরা অভিযুক্ত খোকনের দখল থেকে উক্ত ভবন উদ্ধার করে প্রকৃত কৃষকদের ব্যাবহার উপযোগী করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা প্রশাসকের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।’
Leave a Reply