নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী রক্তদাতাদের সংগঠন বরিশাল ব্লাড ডোনার’স ক্লাব (বিবিডিসি’র) সাংগঠনিক অফিসে গত ৮ ফেব্রুয়ারী ভোর রাতে চুরির ঘটনা ঘটে। নগরীর সি এন্ড বি রোডের জননি মঞ্জিলের সংগঠনের অফিসের জানালা ভেঙ্গে ২টি ল্যাপটপ সহ গুরুত্বপূর্ণ কাগজ চুরি হয়ে গেছে বলে জানান সংগঠনের সম্পাদক আলিমুর রহমান নিহাব। সংগঠনের মানবসম্পদ সম্পাদক ইমরান ইয়াসিন জানান,আমরা স্বেচ্ছায় রক্ত নিয়ে কাজ করার কারণে বেশির ভাগ সময় আমাদেরকে সরকারি, বেসরকারি হাসপাতালে বিনামূল্যে ডোনার ম্যানেজ করে দিতে হয়। আর আমাদের ডোনার ম্যানেজের একটি ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে আমরা ডোনার ম্যানেজ করি। চুরি হওয়া ল্যাবটপে ওয়েবসাইটের পাসওয়ার্ডসহ ডোনারেদের নামের তালিকা রয়েছে। তাই চুরি হওয়া মালামাল উদ্ধার না হলে তাদের কার্যক্রম চালিয়ে যেতে ব্যাপক বেগ পেতে হবে বলে জানান সংগঠনের সম্পাদক আলিমুর রহমান নিহাব। ভবনের পাশে থাকা সিসিটিভির ফুটেজ দেখে সন্দেহভাজন একজনকে পুলিশ চিহ্নিত করার চেস্টা চালিয়ে যাচ্ছে বলে জানান কোতয়ালী থানার সাব ইন্সপেক্টর হেমায়েত হোসেন।
Leave a Reply