বিদেশ ডেস্ক ॥ মিয়ানমারে সেনা অভ্যুত্থানে জড়িত সামরিক নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার এ-সংক্রান্ত একটি নির্বাহী আদেশ সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অবিলম্বে এ নিষেধাজ্ঞা কার্যকরের নির্দেশ দিয়েছেন তিনি। সামরিক জান্তার কোন সদস্যদের ওপর নিষেধাজ্ঞা দেয়া হবে তা প্রাথমিকভাবে যাচাই করছে প্রশাসন। বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রে মিয়ানমার সরকারের যে এক বিলিয়ন ডলারের তহবিল রয়েছে তাও আটকে দেয়া হবে। সামরিক নেতাদের পাশাপাশি তাদের পরিবার এবং ব্যবসা প্রতিষ্ঠানও নিষেধাজ্ঞার আওতায় পড়বে এবং দেশটিতে রপ্তানি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। এ সময় অং সান সু চিসহ আটক নেতা ও বিক্ষোভকারীদের মুক্তির দাবি জানান বাইডেন। ক্ষমতা না ছাড়লে দেশটির ওপর আরও বিধি-নিষেধ আরোপের হুঁশিয়ারি দেন তিনি।
Leave a Reply