রিয়াজ শরীফ, বাকেরগঞ্জ ॥ বাকেরগঞ্জ উপজেলায় সাধারণ মানুষের মাঝে আনন্দ ও উৎসাহ দিয়ে মনের সাহসিকতা সৃষ্টির মাধ্যমে করোনা মহামারী মুক্তির প্রত্যাশা নিয়ে করোনার টিকা নিলেন বাকেরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান। গতকাল ১০ ফেব্রুয়ারি বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনাভাইরাসের টিকা নেন তিনি।পরে তিনি সাংবাদিকদের বলেন, “আমি টিকা নিয়েছি, আমার এখন পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। টিকাদান কার্যক্রম সারা বছর ধরে চলবে। আমরা চাই সাধারন মানুষ কোন দুষ্ট চক্রের গুজবে কান না দিয়ে মনে সাহস ও আনন্দের মধ্য দিয়ে করোনা টিকা নেন। এই টিকা নিয়ে দেশবাসী স্বাভাবিক জীবনে চলে আসুক। টিকা নিয়ে কোনো সমালোচনা চাই না। দেশবাসীর জীবন রক্ষার্থে এই টিকা দেওয়া হচ্ছে। আমরা নিজেরা নিচ্ছি, দেশের অনেক গুরুত্বপূর্ণ মানুষ টিকা নিচ্ছেন, তাদের দেখে সাধারণ মানুষ উৎসাহিত হচ্ছে।” করোনাভাইরাসের টিকা এই মহামারীর বিরুদ্ধে মানবজাতির একটা বড় অর্জন। টিকা নিয়ে যারা গুজব ছড়াচ্ছে তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা করছে। পুরো বিশ্ব টিকা নিচ্ছে, আসুন আমরাও টিকা নেই।
Leave a Reply