পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনসহ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তা-কর্মচারিরা ১০ ফেব্রুয়ারী বুধবার একযোগে করোনা ভ্যাকসিন গ্রহন করেছেন। সারাদেশের মত পিরোজপুর জেলাতেও বুধবার চতুর্থ দিনে রেজিষ্ট্রেশনকৃত ৪ হাজার ৩৭ জন মানুষের মধ্যে প্রায় এক হাজার জনকে করোনা ভ্যাকসিন প্রদান করেছে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্য কর্মীরা। জেলা হাসপাতালের ২টি বুথে সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত একটানা ভ্যাকসিন নিতে আগ্রহীদের রেজিষ্ট্রেশন ও টিকা প্রদান কার্যক্রম চলে। গত ৭ ফেব্রুয়ারী টিকা প্রদানের উদ্বোধনের পর পিরোজপুরে এ পর্যন্ত জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামান, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকী ও প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিমসহ, ডাক্তার, সংবাদ কর্মী ও সম্মুখসারীর যোদ্ধারা ভ্যাকসিন গ্রহন করেছেন। পিরোজপুর জেলায় ৩৬ হাজার ভ্যাকসিন বরাদ্ধ পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
Leave a Reply