নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠিতে প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান খানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির আয়োজনে স্থানীয় টাউন হল কার্যালয়ের সভাকক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ। তিনি বলেন, সাংবাদিক মিজানুর রহমান খান ছিলেন একজন দেশপ্রেমিক, সৎ ও সাহসী সাংবাদিক। সব সাংবাদিককে মিজানুর রহমান খানের জীবন আদর্শ অনুসরণ করা উচিত। রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল-আমিন তালুকদারের সভাপতিত্বে স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, জ্যেষ্ঠ সাংবাদিক হেমায়েত উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, শ্যামল সরকার, জিয়াউল হাসান, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম, রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল মন্নান। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রয়াত মিজানুর রহমান খান ছিলেন একজন দক্ষ, নির্ভীক ও নিবেদিত প্রাণ সাংবাদিক। তিনি আইনের ছাত্র না হয়েও আইন ও সংবিধান বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। মিজানুর রহমান খানের শূন্যতা দেশ ও সাংবাদিকতার জন্য অপূরণীয় ক্ষতি। সভার শুরুতে সাংবাদিক মিজানুর রহমান খানের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভা শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply