বাবুগঞ্জ প্রতিনিধি ॥ চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে মো.মিজানুর রহমান বাবুগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পরে সন্ত্রাসী, মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। গত এক সপ্তাহে তাঁর দূরদর্শি নেতৃত্বে বাবুগঞ্জ বন্দর সহ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে চিহিৃত মাদক কারবারী ও সেবীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই হান্নান সংগীয় ফোর্স নিয়ে উপজেলার ৯৫ নং লামচর ক্ষুদ্রকাঠি সুগন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থান থেকে তাদের ইয়াবা ক্রয় – বিক্রয় ও গাজা সেবন কালে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃতরা হলেন- কেদারপুর ইউনিয়নের মোঃ সেলিম হাওলাদারের পুত্র আশিকুর রহমান ইমন (২২),মজিবুর হাওলাদারের পুত্র তুহিন হাওলাদার (৩০), কামাল হোসেন চান সিকদার (২৫), হাফিজুল ইসলাম আকাশ (২২), রফিকুল ইসলাম (১৮), শাওন আকন (১৮) এ সময় তাদের শরীর তল্লাশি করে ৪ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার কৃতদের বাড়ি উপজেলার রহমতপুর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায়। এ ঘটনায় বাবুগঞ্জ থানায় মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে গতকাল সকালে আসামীদের বরিশাল জেলহাজতে পাঠানো হয়। এ ছাড়াও থানা পুলিশ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদকসেবন ও বিক্রয়কারীদের আস্তানায় অভিযান চালানোর খবর পাওয়া গেছে। বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমানের মাদকদ্রব্য আইনে মামলা নেওয়াসহ বাবুগঞ্জ উপজেলাকে সন্ত্রাস, মাদক ও ইভটিজিংমুক্ত করে শান্তির জনপদে রূপান্তর করতে তিনি যোগদানের পর থেকেই ব্যাপক আলোচনায় এসেছেন। এ ছাড়াও বাবুগঞ্জে মাদকের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে ওসি মিজানুর রহমান সাংবাদিক, রাজনীতিক, জনপ্রতিনিধি, শিক্ষক ও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন। তার এ ইতিবাচক কর্মকাণ্ডে তিনি সর্ব মহলে প্রশংসিত হচ্ছেন। এ প্রসঙ্গে বাবুগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী,জঙ্গি,সন্ত্রাসী ও ইভটিজারসহ অপরাধীদের ঠাঁই বাবুগঞ্জের মাটিতে হবে না। এদেরকে সমূলে নির্মূল করে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করা হবে।
Leave a Reply