স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিনিয়ত চলছে টান টান উত্তেজনা। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে উত্তাপের সাথে শংকা ততই বাড়ছে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির প্রতীক “ধানের শীষ” অনেকটা অনিশ্চিতই বলা চলে। তারপরও ঐক্যফ্রন্টের সাথে নির্বাচনে অংশ নেয়ার ঘোষনা দিয়ে রেখেছে দলটি। দল প্রধান কারগারে থাকায় প্রার্থী মনোনয়ন নিয়ে ব্স্মিয়কর চমক থাকার বিষয়টি সর্ব মহলেই আলোচিত ছিলো। মনোনয়ন বিক্রি থেকে জমা পর্যন্ত চোখে পড়ার মত তেমন কোন চমক পরিলক্ষিত হয়নি। বরিশালের ৬ টি আসনের মধ্যে শুধুমাত্র ৪ আসনে চমকের আভাস মিলেছে। প্রথম বারের মত মনোনয়ন সংগ্রহ করে চমক সৃষ্টি করেছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের ছোট ভাই এস এম মিজানুর রহমান অহিদ। বরিশাল মহানগর বিএনপির এই নেতা গতকাল হিজলা মেহেন্দিগঞ্জ নিয়ে গঠিত বরিশাল ৪ আসনে মনোনয়ন পত্র জমা দেন। যেখানে আরো ৩ জন রয়েছেন মনোনয়ন প্রত্যাশী। জানতে চাইলে মিজানুর রহমান অহিদ বলেন আর কে কে মনোনয়ন সংগ্রহ করেছেন তা তার জানা নেই। একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকবে সেটাই স্বাভাবিক জানিয়ে তিনি বলেন দল যোগ্যতা ও জনপ্রিয়তার বিচারে একজনকেই বেছে নেবে। গতকাল মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে বরিশাল-১ আসন থেকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম সজল ও আকন কুদ্দুসুর রহমান, নির্বাহী কমিটির আরেক সদস্য আলহাজ¦ ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, বরিশাল-২ আসনে নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু, কেন্দ্রীয় নেতা দুলাল হোসেন, রওনাকুল ইসলাম টিপু, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাবেক এমপি শহিদুল হক জামাল, বরিশাল-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সাবেক এমপি মোশারফ হোসেন মঙ্গু, বরিশাল-৪ আসনে সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ, সাবেক অর্থ প্রতিমন্ত্রী শাহ মোহাম্মদ আবুল হোসাইন, ছাত্রদল সভাপতি মোঃ রাজীব আহসান, এসএম মিজানুর রহমান অহিদ। বরিশাল-৫ আসনে দলের যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট সৈয়দ মোজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহম্মদ রহমাতুল্লাহ, বরিশাল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চান, সাবেক মেয়র আহসান হাবিব কামাল, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু, ছাত্রদল নেতা আফরোজা খানম নাসরিন। বরিশাল-৬ আসনে সাবেক এমপি আবুল হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিকদার খলিলুর রহমান ও উপজেলা বিএনপির সদস্য আব্দুর শুক্কুর নেগাবান বাচ্চু মনোয়ন জমা দিয়েছেন বলে দলীয় সুত্রে জানা গেছে।
Leave a Reply