বিদেশ ডেস্ক ॥ গত বছরের জুনে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যাকায় ভারত সেনাদের সঙ্গে সংঘর্ষে চীন অবশেষে তাদের পাঁচ সেনা কর্মকর্তা নিহতের ঘটনা স্বীকার করেছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় প্রাণ দেয়ায় নিহতদের মরণোত্তর পুরষ্কারে ভূষিত করেছে চীনের মিলিটারি কমিশন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে নিহত পাঁচজনের নাম প্রকাশ করা হয়েছে। তারা ছিলেন, জিনজিয়াংয়ের রেজিমেন্টাল কমান্ডার কিউ ফাবো, বাকি চারজন সেনা সদস্য চেন হংজুন, চেন শিয়াংরং, শাও সিয়ুয়ান এবং ওয়াং ঝৌরান। ২০২০ সালের ১৫ জুন ভারত সেনাদের সঙ্গে সংঘর্ষের পর চীন প্রথমবারে মতো বিস্তারিত ঘটনাসহ সেনা কর্মকর্তা নিহতের কথা স্বীকার করলো। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম দগ্লোবাল টাইমস‘র খবরে বলা হয়েছে, ভারত সেনাদের অবৈধ প্রবেশে বাধা দেয়ার সময় আলোচনা করতে গেলে ভারত নূন্যতম কোনো আন্তরিকতা না দেখিয়ে চীনের সেনাদের ওপর আক্রমণ করে। এ সময় ওই সংঘর্ষ বাধে।
Leave a Reply