মঠবাড়িয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় আঃ ওহাব মহিলা আলিম মাদ্রাসার সহকারি মৌলভি নূর মোহাম্মদের বিরুদ্ধে শ্রেনীকক্ষে শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ করার অভিযোগ উঠেছে।
মাদ্রাসা সূত্রে এবং ছাত্রীর পিতা এমাদুল হকের অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৫ এপ্রিল) শিক্ষক নূর মোহাম্মদ দাখিল নবম শ্রেনীর ক্লাশে পাঠদান করানোর সময় ঐ ক্লাশের ছাত্রী ইসরাত জাহান লিয়া, শ্রেনী রোল নং-০৭ কে অন্য প্রসংগ নিয়ে অশালীন গালাগালি এবং শারীরিক শাস্তিসহ শ্রেনীকক্ষ থেকে বের করে দেয়ায় ১৬/৪/১৯ ইং তারিখে ঐ ছাত্রীর বাবা এমাদুল হক সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষের নিকট ঐ শিক্ষকের বিচার চেয়ে অভিযোগ দেন। অভিযোগ পেয়ে মাদ্রাসা কতৃপক্ষ জরুরী মিটিং ডেকে প্রতিষ্ঠানের বিদ্যুৎসাহী সদস্য, মঠবাড়িয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের কমিশনার রুম্মান মল্লিককে আহ্বায়ক করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বেলায়েত হোসেন জানান, অভিযোগ পেয়ে অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট এবং কারণ দর্শানোর নোটিশের জবাব পেয়ে পরবর্তি ব্যবস্থা গ্রহন করা হবে। অন্যদিকে মঠবাড়িয়া থানার এস আই সুভাস ব্যানার্জি শিক্ষক নূর মোহাম্মদের বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply