দখিনের খবর ডেস্ক ॥ তাঁদের প্রস্তাব, চাঁদে তৈরি করা হবে ‘স্পার্ম ব্যাংক’ প্রায় ৬০ লক্ষ ৭০ হাজার প্রজাতির প্রাণীর শুক্রাণু ও ডিম্বাণু সংরক্ষিত করা হবে চাঁদে। ভবিষ্যতে তা সভ্যতাকে নতুন পথ দেখাতেই বিজ্ঞানীদের এই উদ্যোগ। ‘মডার্ন গ্লোবাল ইনশিওরেন্স পলিসি’ নামের এই অভিযানের পরিকল্পনা করা হয়েছে। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেকান থাঙ্গা প্রস্তাব দিয়েছেন এমন ব্যাংক গড়ার। আসলে এই পৃথিবী ধ্বংস হয়ে গেলে কিংবা মানব সভ্যতা বিপন্ন হয়ে পড়লে জীবনধারণের বিকল্প রাস্তা কী হতে পারে তা বহুদিন ধরেই গবেষণা করছেন বিজ্ঞানীরা। অন্য কোনও গ্রহে বসতি স্থাপন সম্ভব কিনা সে চিন্তা থেকেই এই ‘স্পার্ম ব্যাংক’ বানানোর পরিকল্পনার বিজ্ঞানীদের। বিভিন্ন যানে ওই সব শুক্রাণু ও ডিম্বাণুগুলিকে চাঁদে পাঠানো হবে। তারপর চাঁদের মাটিতে অবস্থিত নির্দিষ্ট ‘ভল্টে’ তা সংরক্ষিত করা হবে। বিজ্ঞানীদের মতে, সৌর বিকরণ থেকে চাঁদের তাপমাত্রার পরিবর্তনের মতো কোনও ঘটনাতেই প্রভাব পড়বে না ওই লাভা টিউবে। শীতল তাপমাত্রায় আগামী দীর্ঘ দীর্ঘ সময় একই ভাবে থেকে যাবে টিউবগুলি। ফলে অনায়াসে সেখানে সংরক্ষণ করা সম্ভব শুক্রাণু ও ডিম্বাণুগুলিকে।
Leave a Reply