বিদেশ ডেস্ক ॥ সৌদি আরবের আভা বিমানবন্দর ও দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশায়িতে বিমান বাহিনীর একটি ঘাঁটিতে অস্ত্রসজ্জিত ড্রোনযোগে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বাহিনী। সোমবার সৌদি আরবের এসব লক্ষ্যস্থলগুলোর উদ্দেশ্যে কয়েকটি ড্রোন ছাড়া হয় বলে হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারেয়া এক টুইটার পোস্টে জানিয়েছেন। “(সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর) আগ্রাসনের অপরাধগুলো ও তাদের অব্যাহত অবরোধের জবাব দেওয়া আমাদের বৈধ অধিকার আর এই হামলা তারই অংশ,” পোস্টে বলেছেন সারেয়া। ইয়েমেন সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত আভা বিমানবন্দরে আগেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সোমবার সকালে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের প্রতিবেদনে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে, তারা খামিস মুশায়িতের দিকে ধেয়ে আসা একটি ড্রোনের গতিরোধ করে সেটিকে ধ্বংস করেছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ২০১৫ সালে ইয়েমেনে ‘ইরানি সমর্থনপুষ্ট’ হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এরপর ছয় বছর পার হলেও ইয়েমেন যুদ্ধে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি অর্জন করতে পারেনি সৌদি জোট। এই যুদ্ধে এক লাখের বেশি লোক নিহত হয়েছেন। যুদ্ধের মধ্যে ইয়েমেন দুটি অংশে বিভক্ত হয়ে পড়লেও রাজধানী সানাসহ অধিকাংশ বড় শহর ও গুরুত্বপূর্ণ এলাকা হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। যুদ্ধের একপর্যায়ে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো শুরু করে হুতি বাহিনী। যদিও রিয়াদ এসব হামলার বেশিরভাগই প্রতিহত করার দাবি করে আসছে তারপরও ২০১৯ সালে বিশ্বের অন্যতম প্রভাবশালী তেল কোম্পানি সৌদি আরামকোর কেন্দ্রস্থলীয় দুটি প্লান্টে হুতিদের ড্রোন হামলার কারণে সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেকেরও বেশি কমে গিয়েছিল। ইয়েমেনের শিয়া হুতিদের মধ্যপ্রাচ্যে সৌদি আরবের প্রধান প্রতিদ্বন্দ্বী ইরানের আর্শীবাদপুষ্ট বলে বিবেচনা করা হয়।
Leave a Reply