ক্রীড়া ডেস্ক ॥ ব্লুজদের কোচ হয়ে ক্লাব কিংবদন্তি ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ইচ্ছা মতো টাকা উড়িয়েছেন। দলে ভিড়িয়েছেন জার্মান স্টাইকার টিমো ওয়ার্নারকে (৪৭ মিলিয়ন পাউন্ড)। ছিনিয়ে এনেছেন জার্মানির তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার কাই হার্ভাটেজকে (৬২ মিলিয়ন পাউন্ড)। আয়াক্স থেকে এনেছেন উইঙ্গার (৪৪ মিলিয়ন পাউন্ড) হাকিম জায়েখকে। কিন্তু মাঠে তাদের সমন্বয় করতে পারেননি কোচ হিসেবে তরুণ ল্যাম্পার্ড। মৌসুমের মাঝে তাই তাকে সরিয়ে সাবেক পিএসজি এবং বরুশিয়া ডর্টমুন্ড কোচ টমাস টুলেখকে দায়িত্ব দেন রাশিয়ান ধনকুবের রোমান ইব্রাহিমোভিচ। ব্লুজদের দায়িত্ব নিয়ে টুখেল বুঝিয়ে দিয়েছেন, কেন তিনি স্পেশাল। লিগে ধুঁকতে থাকা চেলসিকে সেরা চারে তুলে এনেছেন জার্মান কোচ। বুধবার রাতের ম্যাচে চ্যাম্পিয়নস লিগেও তার দল দেখিয়েছে দারুণ পারফরম্যান্স। ঘরের মাঠে অ্যাথলেটিকো মাদ্রিদকে দ্বিতীয় লেগে ২-০ গোলে হারিয়ে নিশ্চিত করেছে ইউরোপ সেরার লড়াইয়ের শেষ আট। শেষ ষোলোর প্রথম লেগে অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠ থেকে ১-০ গোলে জিতে ফিরেছিল চেলসি। বুধবার ঘরের মাঠে দ্বিতীয় লেগও নিজেদের করে নিল তারা। দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে জিতে কর্তৃত্ব করেই পা রাখল শেষ আটে। দলের জয়ে গোল করেছেন মরক্কোর চেলসি ফরোয়ার্ড হাকিম জায়েখ। এছাড়া শেষ সময়ে বদলি নেমে গোল করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এমারসন। লাগাম নিজেদের হাতে রেখে জেতা এই ম্যাচে মাঝ মাঠে ব্লুজদের কর্তৃত্ব এনে দেন কাই হাভার্টটেজ। বলের দখল রাখেন নিজেদের কাছে। পরিকল্পিত আক্রমণ করেন। আবার তোলেন কাউন্টার অ্যাটাক। তেমনই এক কাউন্টার থেকে ওয়ার্নারের বাড়ানো বল ধরে গোল করেন হাকিম।
Leave a Reply