বিদেশ ডেস্ক ॥ মিয়ানমারে পুলিশের গুলিতে আরও ৯ বিক্ষোভকারী নিহত হয়েছেন। এনিয়ে মোট মৃত্যু ২শ’ ৩০ ছাড়িয়েছে। স্থানীয় গণমাধ্যম জানাচ্ছে, ইয়াঙ্গুন ও বড় শহরগুলো থেকে পালিয়ে ছোট শহর ও মফস্বল এলাকায় আশ্রয় নিচ্ছে সাধারণ মানুষ। দেশটির ৬০টিরও বেশি স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিরাপত্তাবাহিনী দখলে নিয়েছে। এদিকে বিক্ষোভে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। পাশাপাশি দেশটিতে অবিলম্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বানও জানান তিনি। মিয়ানমারের সংকট নিয়ে আলোচনা করতে আসিয়ানের সদস্য দেশগুলোর শীর্ষ পর্যায়ের বৈঠক ডেকেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। বিক্ষোভের খবর প্রকাশ করায় বিবিসি’র এক সাংবাদিককে আটক করেছে জান্তা সরকার। এনিয়ে দেশটিতে অন্তত ৪০ গণমাধ্যমকর্মীকে আটক করা হলো।
Leave a Reply