বিদেশ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ভারী বৃষ্টিপাতের কারণে ‘প্রাণনাশী বন্যার’ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে। নিউ সাউথ ওয়েলসের বন্যাকবলিত এলাকা থেকে প্রায় অর্ধশত মানুষকে উদ্ধার করা হয়েছে। নিউ সাউথ ওয়েলসের নিম্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার র্নিদেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, সিডনির উত্তর এলাকাগুলো থেকে সরিয়ে শত শত মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। প্রধান সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। টেলিভিশনে প্রচারিত ফুটেজে ঘরবাড়ি ভেসে যেতে দেখা যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিডনিতে ১০০ মিলিমিটারের ওপরে বৃষ্টি হতে পারে এবং শহরটির পশ্চিম দিকে ব্লু মাউন্টেনসের নিম্নাঞ্চলে ৩০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।
Leave a Reply