বিদেশ ডেস্ক ॥ দক্ষিণ কোরিয়া রবিবার তাদের পশ্চিম উপকূলে পরীক্ষামূলকভাবে দু’টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বুধবার দক্ষিণ কেরিয়ার সামরিক বাহিনী একথা জানিয়েছে। সংবাদ মাধ্যম সিনহুয়ার বরাতে জানা যায়, নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির সামরিক বাহিনীর এক কর্মকর্তা সিনহুয়াকে বলেন, রবিবার সকালে এ দু’টি ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূল থেকে নিক্ষেপ করা হয়। এগুলো ক্রুজ ক্ষেপণাস্ত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, ক্ষেপণাস্ত্র দু’টি স্বল্প দূরত্বে পশ্চিমাঞ্চলীয় জলসীমায় গিয়ে পড়ে। ২০২০ সালের ১৪ এপ্রিলের পর তারা এই প্রথম পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র ছুড়লো। ওই সময় দক্ষিণ কোরিয়া পূর্বাঞ্চলীয় জলসীমায় স্বল্প পাল্লার বহুমুখী ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ কোরিয়ার একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ইয়োনহাপ পরিবেশিত খবরে বলা হয়, এর ফলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘিত হয়নি। কেননা, নিরাপত্তা পরিষদের প্রস্তাবে পিয়ংইয়ংয়ের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো নিষিদ্ধ করা হয়। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র ৮ থেকে ১৮ মার্চ পর্যন্ত তাদের বার্ষিক বসন্তকালীন সামরিক মহড়া চালানোর পর দক্ষিণ কোরয়িা এ দুই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো।
Leave a Reply