বিদেশ ডেস্ক ॥ ২৫ বছর মেয়াদি সহযোগিতা চুক্তিতে সই করতে যাচ্ছে ইরান ও চীন। তেহরানে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদে স্থানীয় সময় গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির। খতিবজাদেহ সরকারি টিভিকে জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল রাতে তেহরানে পৌঁছেছেন। তাঁর এ সফরে রাজনৈতিক, কৌশলগত ও অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে চুক্তি হবে। মুখপাত্র খতিবজাদেহ আরও বলেছেন, ইরান-চীনের সম্পর্ক গভীর করতে এই চুক্তি খুব কার্যকর হবে। ২০১৬ সালের জানুয়ারিতে তেহরান সফরকালে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং প্রথম এই চুক্তির প্রস্তাব দেন। চিনপিং ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি পরিবহন, বন্দর, জ্বালানি, শিল্প খাতে পারস্পরিক বিনিয়োগের রোডম্যাপ তৈরি করেছেন। স্থানীয় সময় গতকাল দুপুরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ চুক্তিসই অনুষ্ঠানের আয়োজন করেছেন।
Leave a Reply