বিদেশ ডেস্ক ॥ এবার প্রতিপক্ষকে মোকাবেলায় গোপন মহড়া সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে, চীন ও রাশিয়ার সম্ভাব্য হুমকি প্রতিহত করতে অতি গোপনে একটি মহড়া পরিচালনা করবে মার্কিন সামরিক বাহিনী। সিএনএন-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে পার্সটুডে। বলা হয়েছে, গ্রীষ্মেই যুদ্ধের এই মহড়া সম্পন্ন করা হবে। চীন ও রাশিয়ার যেকোনো অপ্রত্যাশিত হামলা মোকাবেলার প্রস্তুতি হিসেবেই এই মহড়ার আয়োজন করা হচ্ছে। এদিকে, চীন ও রাশিয়ার সঙ্গে নানা ইস্যুতে আমেরিকার বিরোধ ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে আমেরিকা যুদ্ধের গোপন প্রস্তুতি সম্পন্ন করতে চায়। এ সংক্রান্ত মহড়ার ধরণ ও ব্যাপ্তি সংক্রান্ত কোনো খবর প্রচার করা হবে না এবং কেউ তা জানতেও পারবে না।
Leave a Reply