বিদেশ ডেস্ক ॥ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ‘শত্রুরা স্বপ্নেও ইরানের সঙ্গে যুদ্ধের কথা ভাবে না। কারণ, তারা ইরানি জাতির দৃঢ়তা প্রত্যক্ষ করেছে, ইরানিরা যে শত্রুকে পরাজিত করতে সবদিক থেকে প্রস্তুত তারা তা ভালো করেই জানে।’ ইয়াজ্দ প্রদেশের শহীদদের স্মরণে আয়োজিত দ্বিতীয় জাতীয় কংগ্রেসে তিনি এসব কথা বলেন। সালামি আরও বলেন, ‘শহীদদের কারণে বিপ্লব দৃঢ়তর হয়েছে এবং ইসলামী ইরানের ওপর শত্রুদের আধিপত্য বিস্তারের পথ বন্ধ হয়েছে।’ আইআরজিসির এই কমান্ডার আরও বলেন, ‘সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর নেতৃত্বে ইরানে উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রয়েছে, স্বাধীনতা-সার্বভৌমত্ব নিশ্চিত হয়েছে। অন্যদিকে শত্রুদের জন্য ইরান কঠিন পরিস্থিতি তৈরি করতে সক্ষম হয়েছে।’ জেনারেল সালামি বলেন, ‘শাহাদাৎ হচ্ছে বাস্তবতা। সর্বোচ্চ নেতার মতে শহীদেরা হচ্ছে শক্তির প্রতীক। শাহাদাত ও আত্মত্যাগের সংস্কৃতির কারণে ইরানি জাতি আজ সম্মান-মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছে।’ আইআরজিসির প্রধান বলেন, ‘শত্রুরা ইরানি জাতি ও ইসলামী বিপ্লব ধ্বংস করতে সর্বশক্তি নিয়োগ করেছে। তারা সামরিক সংঘাতেও জড়িয়েছে কিন্তু ব্যর্থ হয়েছে। তাদের কল্পনাতেও এখন আর ইরানে হামলার বিষয়টি নেই।
Leave a Reply