মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন

উপ-সম্পাদক :: দিদার সরদার
প্রধান সম্পাদক :: সমীর কুমার চাকলাদার
প্রকাশক ও সম্পাদক :: কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদক :: মাসুদ রানা
সহ-সম্পাদক :: এস.এম জুলফিকার
প্রধান নির্বাহী সম্পাদক :: মামুন তালুকদার
নির্বাহী সম্পাদক :: সাইফুল ইসলাম
ব্যবস্থাপনা সম্পাদক :: আবুল কালাম আজাদ
সংবাদ শিরোনাম :
বরিশালে সাংগঠনিক সফরে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা: মাহমুদা মিতু দুই দিনের সফরে আজ বরিশাল আসছেন অতিথি গ্রুপ অব কোম্পানির এমডি লায়ন সাইফুল ইসলাম সোহেল  পিরোজপুর ভান্ডারিয়ার যুব মহিলা লীগ নেত্রী জুথি গ্রেফতার গৌরনদীতে তিন দফা দাবি আদায়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল উপজেলা প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম গ্রেনেড হামলার মামলা থেকে তারেক রহমানসহ বিএনপি নেতারা খালাস পাওয়ায় গৌরনদীতে আনন্দ মিছিল বরিশালের বাকেরগঞ্জসহ চারটি থানা এবং উপজেলায় নাগরিক কমিটি গঠন   আওয়ামী লীগ ও শেখ হাসিনা বিহীন বাংলাদেশ শান্তিতে থাকবে, এটা অনেকেরই ভালো লাগেনা-এম. জহির উদ্দিন স্বপন তারেক রহমানের বিজ্ঞ নেতৃত্বের কারণে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি-এম. জহির উদ্দিন স্বপন গৌরনদীতে দৈনিক যুগান্তরের বিরুদ্ধে বিড়ি শ্রমিক ও ব্যবসায়ীদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল দুষ্টামিটাও ছিল যেমন স্পর্শকাতর, খেসারাতটাও দিতে হল তেমনি ভয়ঙ্কর
টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশের লজ্জায় ডুবলো বাংলাদেশ

টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশের লজ্জায় ডুবলো বাংলাদেশ

Bangladesh's Shoriful Islam reacts after bowling during the third Twenty20 cricket match between New Zealand and Bangladesh in Auckland on April 1, 2021. (Photo by MICHAEL BRADLEY / AFP) (Photo by MICHAEL BRADLEY/AFP via Getty Images)

ক্রীড়া ডেস্ক ॥ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশের লজ্জায় ডুবলো বাংলাদেশ। টানা দুই সিরিজের সবকয়টি ম্যাচে হেরে প্রাপ্তির খাতা শূন্য টাইগারদের। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে কিউইদের কাছে ৬৫ রানের ব্যবধানে হেরেছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার অকল্যান্ডের ইডেন পার্কে বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি ১০ ওভার করে কমিয়ে নেওয়া হয়। টসে জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টসে হেরে ব্যাট করতে এসে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৪১ রান করে কিউইরা। জবাবে নির্ধারিত ওভারের তিন বল বাকি থাকতেই সবকয়টি উইকেট হারিয়ে ৭৬ রানে থেমে যায় টাইগারদের ইনিংসের গতি। কিউইদের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে এসে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দুই চারে দারুণ সম্ভাবনার জানান দিলেও ইনিংসের পঞ্চম বলে সাজঘরের পথ ধরেন সৌম্য সরকার। নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে সৌম্যকে সাজঘরে ফেরান টিম সাউদি। পরের বলে নতুন ব্যাটসম্যান লিটন দাসকেও ফেরান এই পেসার। পুরো সিরিজে ব্যর্থ লিটন এ ম্যাচেও শূন্য রানে ফেরেন। শুরুর ধাক্কা কাটিয়ে উঠার চেষ্টায় ব্যর্থ হন নাঈম শেখও। তৃতীয় ওভারের তৃতীয় বলে উইকেটে থিতু হওয়ার আগেই এই ওপেনারকে ফেরান টড অ্যাস্টলের। ১৯ রান করে সাজঘরে ফেরেন নাঈম। একই ওভারের শেষ বলে নাজমুর হোসেন শান্তকে (৮) বোল্ড করেন এই স্পিনার। মাত্র ৩৫ রান তুললে না তুলতেই চার ব্যাটসম্যানকে হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশের হাল ধরেন আফিফ হোসেন ধ্রুব ও মোসাদ্দেক হোসেন। কিন্তু দলীয় অর্ধশতকের পরই উইকেটরক্ষক ডেভন কনওয়ের স্ট্যাম্পড হয়ে সাজঘরে ফেরেন আফিফ (৮)। দলের চরম বিপর্যয়ের দিন ব্যর্থ মেহেদী হাসানও। ফিলিপসের তালুবন্দি হয়ে অ্যাস্টলের চতুর্থ শিকার হন তিনি। সপ্তম উইকেটে জুটিতে অ্যাডাম মিলনেকে ছক্কা মেরে পরের বলেই সাজঘরে ফেরেন শরিফুল ইসলাম। একেরপর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত নির্ধারিত ওভারের তিন বল আগেই সবকয়টি উইকেট হারিয়ে ৭৬ রানে থেমে যায় টাইগাররা। এর আগে, টসে হেরে ব্যাট করতে এসে মার্টিন গাপটিল ও ফিন অ্যালনের ঝড়ো ব্যাটে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪১ রান করে কিউইরা। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন অ্যালন। সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড: ১০ ওভারে ১৪১/৪ (গাপটিল ৪৪, অ্যালেন ৭১, ফিলিপস ১৪, মিচেল ১১*, চাপম্যান ০*; নাসুম ২-০-২৯-০, তাসকিন ২-০-২৪-১, শরিফুল ২-০-২১-১, রুবেল ২-০-৩৩-০, মেহেদি ২-০-৩৪-১)। বাংলাদেশ: ৯.৩ ওভারে ৭৬ (নাঈম ১৯, সৌম্য ১০, লিটন ০, শান্ত ৮, আফিফ ৮, মোসাদ্দেক ১৩, মেহেদি ০, শরিফুল ৬, তাসকিন ৫, রুবেল ৩*, নাসুম ৩; সাউদি ২-০-১৫-৩, মিল্ন ২-০-২৪-১, ফার্গুসন ২-০-১৩-১, অ্যাস্টল ২-০-১৩-৪, ফিলিপস ১.৩-০-১১-১)।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com