ক্রীড়া ডেস্ক ॥ রাজনৈতিক কারণে অনেক বছর ধরে দুই দেশের মুখ দেখাদেখি বন্ধ। দ্বিপাক্ষিক কোনো ক্রিকেট সিরিজও হয় না। এক দেশের ক্রিকেটাররা অন্য দেশের মাটিতে খেলতে যেতে পারে না। অবশেষে সম্পর্কের এই বরফ গলার একটা আভাস পাওয়া যাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার ভিসার আবেদন করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সৌরভ গাঙ্গুলীর বিসিসিআই সেই ভিসা সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত-পাকিস্তানের সর্বশেষ দেখা হয়েছিল। করোনা পরিস্থিতি ফের ভয়াবহ না হলে আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে। তার আগে পাক বোর্ডের চেয়ারম্যান এহসান মানি চেয়েছিলেন, পাকিস্তানি ক্রিকেটারদের দ্রুত ভিসা দেওয়ার ব্যাপারটা নিশ্চিত করা হোক। বিসিসিআই সেই দাবি মেনে এপ্রিলের মধ্যে লিখিত আশ্বাস দেবে বলে জানা গেছে। পাকিস্তানে ২০২০ এশিয়া কাপ হওয়ার কথা ছিল। যদিও কোভিডের কারণে তা পিছিয়ে গেছে এবং চলতি বছর শ্রীলঙ্কায় সেই প্রতিযোগিতা হবে। কিন্তু তার আগে পাকিস্তানে খেলতে যাবে না বলে বেঁকে বসেছিল ভারত। ২০২২ সালের এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা। সেই প্রতিযোগিতায় ভারত অংশগ্রহণ করবে কি না, তা এখনও জানা যায়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ বার দুই দেশ মুখোমুখি হয়েছিল ২০১৬ সালের ১৯ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে। উল্লেখ্য, ৫০ ওভার হোক বা ২০ ওভার, কোনও বিশ্বকাপেই এখনও পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। সব ঠিকঠাক থাকলে চলতি বছরে আবারও দেখা যাবে কোহলি বনাম বাবর আজম, রোহিত শর্মা বনাম আজহার আলি, যশপ্রীত বুমরাহ বনাম শাহিন শাহ আফ্রিদির দ্বৈরথ। সেটাও আবার ভারতের মাটিতে। ক্রিকেটপ্রেমীদের আশা, দুই দেশের সরকার ক্রিকেটকে রাজনৈতিক সম্পর্কের বাইরে রেখে দর্শকদের বিশ্বের সেরা ক্রিকেট দ্বৈরথ দেখার সুযোগ করে দেবে।
Leave a Reply